কুম্ভমেলা `চত্বরে` নির্মীয়মান `অবৈধ` মসজিদ ভাঙার তোড়জোড় শুরু ভিএইচপির
ভিএইচপি জানিয়েছে, সাত দিনের মধ্যে নির্মীয়মান মসজিদটি ভেঙে না ফেললে বৃহত্তর আন্দোলন করা হবে।
নিজস্ব প্রতিবেদন: কুম্ভমেলা চত্বরে নির্মীয়মান একটি মসজিদ ভেঙে ফেলার দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ। এই মর্মে প্রয়াগরাজ প্রশাসনের কাছে একটি দাবিপত্রও জমা দিয়েছে ভিএইচপি।
আরও পড়ুন-জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরাতে চাই, কট্টর বিরোধী মেহবুবার হাত ধরলেন ফারুক আবদুল্লা
প্রয়াগরাজের ঝাঁসি এলাকায় হাভেলিয়া নামে একটি গ্রামে তৈরি হচ্ছে এক মসজিদ। ওই মসজিদটি কুম্ভমেলা 'ক্ষেত্র'-র সমুদ্রকূপ এলকায়। ভিএইচপির তরফে দাবি করা হয়েছে, মসজিদটি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে। জেলা প্রশাসনকে ভিএইচপি জানিয়েছে, সাত দিনের মধ্যে নির্মীয়মান মসজিদটি ভেঙে না ফেললে বৃহত্তর আন্দোলন করা হবে।
আরও পড়ুন-লাদাখ নিয়ে মন্তব্য করার কোনও এক্তিয়ারই নেই চিনের, কড়া হুঁশিয়ারি ভারতের
সাংবাদমাধ্যমে এনিয়ে সংগঠনের মুখপাত্র অশ্বিনী মিশ্র বলেন, জেলার অতিরিক্ত জেলা শাসককে একটি স্মারকলিপি জমা দিয়েছেন ভিএইচপির কাশী পন্থের স্বেচ্ছাসেবকরা। 'কুম্ভমেলা ক্ষেত্রে' অবৈধভাবে ওই মসজিদটি নির্মাণ করা হচ্ছে। বেশকিছু অপরিচিত লোক এলাকার সম্প্রীতি নষ্ট করতে ওই মসজিদটি নির্মাণ শুরু করেছে। পুলিস গোটা ব্যাপারটাই জানে। তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না।