লাদাখ নিয়ে মন্তব্য করার কোনও এক্তিয়ারই নেই চিনের, কড়া হুঁশিয়ারি ভারতের
বৃহস্পতিবার এনিয়ে চিনকে একপ্রকার হুঁশিয়ারিই দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব
নিজস্ব প্রতিবেদন: লাদাখ নিয়ে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা জিইয়ে রেখেছে চিন। কখনও দেশের বিদেশ মন্ত্রক তো কখনও খোদ রাষ্ট্রপতি উত্তেজনায় হাওয়া দিয়ে চলেছেন। এনিয়ে এবার চিনকে কড়া হুঁশিয়ারি দিল ভারত।
আরও পড়ুন-কবে থেকে চলবে রাজধানী-শতাব্দী-তেজসের মতো প্রিমিয়াম ট্রেন, জেনে নিন
লাদাখ নিয়ে কী বলছে চিন
পূর্ব লাদাখে কয়েক মাস ধরে চলা উত্তেজনার মধ্যেই চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বুধবার বলেছেন, লাদাখকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল বলে মানে না চিন। সেখানে ভারত যেসব পরিকাঠামোগত উন্নয়ণ করছে সেসবই সীমান্ত উত্তেজনার মূল কারণ।
প্রসঙ্গত, সোমবার লাদাখ, উত্তরাখণ্ড, পঞ্জাব ও অরুণাচল প্রদেশের সীমান্তবর্তি এলাকায় ৪৪টি সেতুর উদ্বোধন করেন রাজনাথ সিং। তাতেই আশঙ্কায় বেজিং। লাদাখকে যে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল বলে বেজিং মানে তা তা আগেও বলেছিলেন চিন বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান। তারই প্রতিক্রিয়া দিল ভারত।
Arunachal Pradesh is also an integral part of India, this fact has also been clearly conveyed to the Chinese side on several occasions, including at the highest level: Anurag Srivastava, Ministry of External Affairs (MEA) https://t.co/623BSP8PaS
— ANI (@ANI) October 15, 2020
আরও পড়ুন-জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরাতে চাই, কট্টর বিরোধী মেহবুবার হাত ধরলেন ফারুক আবদুল্লা
কী বলল ভারত
বৃহস্পতিবার এনিয়ে চিনকে একপ্রকার হুঁশিয়ারিই দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। এদিন তিনি বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ আগেও ভারতের অংশ ছিল। ভবিষ্যতেও থাকবে। অরুণাচল প্রদেশ নিয়ে বহুবার নিজের অবস্থানের কথা জানিয়েছে ভারত। ভারতের অবিচ্ছদ্য অংশই থাকবে অরুণাচল প্রদেশ। ভারতের নিজস্ব ব্য়াপারে মন্তব্য করার কোনও এক্তিয়ার নেই চিনের।