দিল্লি পুরভোট : অ্যাসিড টেস্টের মুখে আপ সরকার!

আজ সকাল থেকেই শুরু হেয়ছে দিল্লির পুরভোট। বিধানসভা উপনির্বাচনে ভরাডুবির পর এবার অগ্নিপরীক্ষার মুখে আপ। ২০১৯-এ লোকসভা নির্বাচন। তার আগে এটাই তাদের কাছে অ্যাসিড টেস্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।

Updated By: Apr 23, 2017, 11:30 AM IST
দিল্লি পুরভোট : অ্যাসিড টেস্টের মুখে আপ সরকার!
বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন

ওয়েব ডেস্ক : আজ সকাল থেকেই শুরু হেয়ছে দিল্লির পুরভোট। বিধানসভা উপনির্বাচনে ভরাডুবির পর এবার অগ্নিপরীক্ষার মুখে আপ। ২০১৯-এ লোকসভা নির্বাচন। তার আগে এটাই তাদের কাছে অ্যাসিড টেস্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- গুজরাতে 'অলআউট' ফাইটের লক্ষ্যে বিজেপি; কংগ্রেসকে শিকড় থেকে মুছে ফেলার ডাক

দিল্লি পুরসভায় আপ-এর পাশাপাশি নিজেদের প্রাধান্য ধরে রাখতে মরিয়া বিজেপিও। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সামিল কংগ্রেসও। মোট ২৭২টি আসনে চলছে ভোট গ্রহণ। অরবিন্দ কেজরিওয়ালদের সব আপত্তি উড়িয়ে ভোট হচ্ছে EVM-এই। এই প্রথম দিল্লি পুরভোটে নোটায় মত জানাতে পারবেন দিল্লি ভোটাররা। তবে, তীব্র গরমের মধ্যে সকাল থেকেই প্রায় সব কেন্দ্রেই ভোটারদের লাইন কম। ফলে, শতাংশের বিচারেও ভোট পড়েছে নগণ্য।

 

.