দিল্লি পুরভোট : অ্যাসিড টেস্টের মুখে আপ সরকার!
আজ সকাল থেকেই শুরু হেয়ছে দিল্লির পুরভোট। বিধানসভা উপনির্বাচনে ভরাডুবির পর এবার অগ্নিপরীক্ষার মুখে আপ। ২০১৯-এ লোকসভা নির্বাচন। তার আগে এটাই তাদের কাছে অ্যাসিড টেস্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।
ওয়েব ডেস্ক : আজ সকাল থেকেই শুরু হেয়ছে দিল্লির পুরভোট। বিধানসভা উপনির্বাচনে ভরাডুবির পর এবার অগ্নিপরীক্ষার মুখে আপ। ২০১৯-এ লোকসভা নির্বাচন। তার আগে এটাই তাদের কাছে অ্যাসিড টেস্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন- গুজরাতে 'অলআউট' ফাইটের লক্ষ্যে বিজেপি; কংগ্রেসকে শিকড় থেকে মুছে ফেলার ডাক
দিল্লি পুরসভায় আপ-এর পাশাপাশি নিজেদের প্রাধান্য ধরে রাখতে মরিয়া বিজেপিও। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সামিল কংগ্রেসও। মোট ২৭২টি আসনে চলছে ভোট গ্রহণ। অরবিন্দ কেজরিওয়ালদের সব আপত্তি উড়িয়ে ভোট হচ্ছে EVM-এই। এই প্রথম দিল্লি পুরভোটে নোটায় মত জানাতে পারবেন দিল্লি ভোটাররা। তবে, তীব্র গরমের মধ্যে সকাল থেকেই প্রায় সব কেন্দ্রেই ভোটারদের লাইন কম। ফলে, শতাংশের বিচারেও ভোট পড়েছে নগণ্য।
Delhi CM Arvind Kejriwal and his family after casting vote at a polling booth in Road Transport Office in Civil Lines #MCDelections2017 pic.twitter.com/J1OcI4LjXc
— ANI (@ANI_news) April 23, 2017