নিজস্ব প্রতিবেদন: করোনার কারণে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের সব প্রচার বাতিল করলেন। রবিবার একটু আগে একটি টুইট করে এটা জানিয়েছেন রাহুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা সংক্রমণের (covid) বাড়াবাড়ি দেখা যেতেই রাজনৈতিক মহলে ভোটপ্রচার (vote campaign) বন্ধ করা নিয়ে একটা আলোচনা চলছিল। কিন্তু এখনও সরাসরি কেউই সেই সিদ্ধান্ত স্পষ্ট ভাবে জানিয়ে দেননি।


আরও পড়ুন: করোনার জেরে স্থগিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা


পশ্চিমবঙ্গের (westbengal) প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল (tmc) বা বিজেপির (bjp) তরফ থেকে এখনও প্রচার বন্ধ করা নিয়ে কোনও কিছু জানানো হয়নি। তৃণমূলের তরফ থেকে শুধু বলা হয়েছিল, করোনার কথা মাথায় রেখে তারা চায় বাকি তিন দফার ভোট যাতে এক দফায় করে দেওয়া যায়। যদিও নির্বাচন কমিশন সেই কথায় কোনও কর্ণপাত করেনি। 


এদিকে রাজ্যে যথারীতি প্রচারকাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) অমিত শাহ চুটিয়ে ভোট প্রচারে সামিল। এই প্রেক্ষিতে রাহুল গান্ধীর এই মনোভাব খুবই প্রশংসিত হয়েছে সংশ্লিষ্ট মহলে। রাহুল যে শুধু নিজের বঙ্গসফর বাতিল করেছেন তাই নয়, ওই টুইটেই তিনি এই পরিস্থিতিতে বড় কোনও জমায়েত করা উচিত কিনা তা নিয়ে সব রাজনৈতিক দলকেই ভাববার পরামর্শ দিয়েছেন।


আরও পড়ুন: 'একজোট হয়ে ফের Covid-কে হারাবে ভারত', আশ্বস্ত করলেন Modi