করোনার জেরে স্থগিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা
এপ্রিল মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পরীক্ষা পিছিয়ে গেল নির্ধারিত সময়।Jee
Updated By: Apr 18, 2021, 11:13 AM IST
নিজস্ব প্রতিবেদন: পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ভয়াবহ করোনা পরিস্থিতির জেরে ফের পরীক্ষা ব্যবস্থার সঙ্গে আপোস করতে হবে। কারণ, একসঙ্গে, পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।
এপ্রিল মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পরীক্ষা পিছিয়ে গেল নির্ধারিত সময়।
প্রসঙ্গত, সিবিএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্তের পর একই দাবিতে সরব হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা JEE পরীক্ষার্থীরা।