ফের নিম্নচাপের পূর্বাভাস, মাটি হতে পারে বাঙালির চড়ুইভাতির আনন্দ, লেপের আমেজ

অঘ্রাণের শেষেও নিষ্কৃতি নেই নিম্নচাপের নির্যাতন থেকে। যার জেরে মাটি হতে পারে বাঙালির চড়ুইভাতির আনন্দ, লেপের আমেজ। মৌসম ভবনের পূর্বাভাস অন্তত বলছে এমনটাই। 

Updated By: Dec 1, 2017, 09:49 PM IST
ফের নিম্নচাপের পূর্বাভাস, মাটি হতে পারে বাঙালির চড়ুইভাতির আনন্দ, লেপের আমেজ

নিজস্ব প্রতিবেদন: অঘ্রাণের শেষেও নিষ্কৃতি নেই নিম্নচাপের নির্যাতন থেকে। যার জেরে মাটি হতে পারে বাঙালির চড়ুইভাতির আনন্দ, লেপের আমেজ। মৌসম ভবনের পূর্বাভাস অন্তত বলছে এমনটাই। 

আবহাওয়া দফতর বলছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যার জেরে আগামী মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক বৃষ্টি হবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলে। এমনকী আগামী সপ্তাহের শেষে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে গাঙ্গেয় বঙ্গেও। 

এই নিম্নচাপের জেরে বাধা পাবে উত্তরে হাওয়া। সঙ্গে বায়ুমণ্ডলে ঢুকবে জলীয় বাস্প। ফলে থামবে সর্বনিম্ন তাপমানের পতন। ডিসেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে তামপাত্রা থাকবে স্বাভাবিক বা তার থেকে বেশি। তাপমাত্রা স্বাভাবিকের নিচে যাওয়ার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে পূর্বাভাসে। ফের উত্তরে হাওয়া বেগ পেতে ডিসেম্বরের শেষ সপ্তাহ।  

.