উপনির্বাচনে এনআরসি-র প্রভাব স্বীকার করে দিলীপের হুঙ্কার, ওষুধ বের করছি

গোটা দেশে এনআরসি করার কথা সংসদে ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরাজ্যেও লোকসভা ভোটের পর থেকে এনআরসি নিয়ে প্রচারের মাত্রা বাড়িয়েছে বিজেপি। 

Updated By: Nov 28, 2019, 04:14 PM IST
উপনির্বাচনে এনআরসি-র প্রভাব স্বীকার করে দিলীপের হুঙ্কার, ওষুধ বের করছি

জ্যোর্তিময় কর্মকার: লোকসভার ধাক্কা সামলে তিনে তিন করতে করতে চলেছে তৃণমূল। সকালের ভোটপ্রবণতায় স্পষ্ট হয়ে গিয়েছিল ছবিটা। কিন্তু তাও আশা করেছিলেন দিলীপ ঘোষ। বেলা বাড়তেই বাস্তবের জমিতে বিজেপির রাজ্য সভাপতি। নিজের কেন্দ্রেই হেরে বসে রয়েছেন। এনআরসি নিয়ে বিজেপির আগ্রাসী প্রচার যে নেতিবাচক প্রভাব ফেলেছে, তা স্বীকার করে নিলেন দিলীপ। দাবি করলেন, শাসক দল মানুষকে ভুল বুঝিয়েছে। 

এমআরসি কি প্রভাব ফেলেছে? জি ২৪ ঘণ্টার প্রতিবেদকের প্রশ্নে  দিলীপ ঘোষ বলেন, ''এনআরসি নিয়ে ভুল ব্যাখ্যা করে রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্ত্রীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন, কাকা আপনারা কবে এসেছেন?  আপনাকে তাড়িয়ে দেওয়া হবে। প্রশাসন, সরকারের প্রচারের প্রভাব পড়তে পারে।'' 

গোটা দেশে এনআরসি করার কথা সংসদে ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরাজ্যেও লোকসভা ভোটের পর থেকে এনআরসি নিয়ে প্রচারের মাত্রা বাড়িয়েছে বিজেপি। পাল্টা এনআরসি হবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লকে ব্লকে এনআরসি-বিরোধী প্রচারও করেছে  তাহলে কি বিজেপির প্রচারে গলদ থেকে গেল? মানুষ বুঝতে পারল না? দিলীপের অকপট স্বীকারোক্তি, এনআরসি নিয়ে মানুষকে বোঝাতে ঘাটতি থেকে গিয়েছে। তবে আমরাও ওষুধ বার করছি।     

লোকসভা ভোটেও খড়্গপুরে এগিয়ে ছিল বিজেপি। অথচ বিধানসভা ভোটে পরাজয়? হারের নেপথ্যে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের রাজনীতির অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ''খড়্গপুরে মাফিয়াদের দিয়ে ভোট করিয়েছে তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতি বলেন,''লোকসভার থেকে কম ভোট পেয়েছি। একটা আঙ্গিকে হয়েছিল। খড়্গপুরে পুলিস, গুন্ডা ও মাফিয়ারা ভোট করেছে। আগেরবার বুঝতে পারেনি। এবার গুন্ডা, মাফিয়াদের জেল থেকে ছেড়ে দিয়েছিল শাসক দল। ভোটের আগের রাতে হুমকি দিয়েছে।'' 

খড়্গপুরে দিলীপ ঘোষ কোনও কাজ করেননি বলে দাবি করেছে তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতির ব্যাখ্যা, ৩ বছর ধরে বিধায়ক ছিলাম। লোকসভায় কী করে ৪৫ হাজার লিড পেলাম? এবার কাজও করব সংগঠনও করব। জিতলে এসব লোকে বলে। 

দিলীপ ঘোষ এও মনে করেন উপনির্বাচনের ফলে রাজ্যে বিজেপির সম্ভাবনায় কোনও প্রভাব ফেলবে না। তাঁর কথায়,''উপনির্বাচনে আলাদা পরিবেশে ভোট হয়। উপনির্বাচনে তাঁর কেন্দ্রে হেরে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। লোকসভা ভোটে আবার বিজেপি জিতেছে। একটা-দুটো ছোটখাটো নির্বাচন দেখে সার্বিক পরিস্থিতির বিশ্লেষণ করা উচিত নয়।'' 

আরও পড়ুন- কারা সাফ বুঝিয়ে দিল মানুষ, এটা সবে ১৯, ২১ অনেক দেরি, হুঙ্কার আত্মবিশ্বাসী মমতার

.