নিজস্ব প্রতিবেদন: কোনও রকম ব্যক্তিগত আক্রমণ নয়, এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাহুল গান্ধী মোদী-সরকারকে একেবারে নীতিগত আক্রমণ করলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাহুল (Rahul Gandhi) যদি প্রধানমন্ত্রী হতেন তা হলে তাঁর প্রধান লক্ষ্য কী হত? এক আলোচনাসভায় এই প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী জানালেন, তিনি বিকাশকেন্দ্রিক (growth-centric) অর্থনীতির তুলনায় চাকরি-কেন্দ্রিক (job-centric) অর্থনীতির দিকে বেশি নজর দিতেন।


আরও পড়ুন: ফ্রান্স থেকে সরাসরি ভারতে পৌঁছল তিনটি Rafale


হার্ভার্ড কেনেডি স্কুলের (Harvard Kennedy School) অধ্যাপক নিকোলাস বার্নসের (Nicholas Burns) সঙ্গে একটি অনলাইন আলোচনায় রাহুলকে এই প্রশ্ন করা হয়। ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধী তখন জানান, 'আমাদের গ্রোথ জরুরি। তবে আমরা বেশি নজর দিতাম উৎপাদন ও কর্মসংস্থানের দিকে।' রাহুল আরও বলেন, 'এখন যদি আমাদের বিকাশ ও চাকরির বাজারের দিকে খেয়াল করেন তা হলে দেখবেন দু'টির মধ্যে কোনও সম্পর্ক নেই।  ৯ শতাংশ আর্থিক বিকাশ নিয়ে আমি কিছু করতে পারব না, যদি না আমি চাকরির বাজার তৈরি করতে পারি।'


প্রসঙ্গত, ওই আলোচনাতেই রাহুল জানান, BJP এখন দেশ জুড়ে যা করছে, তাতে সমস্ত মানুষ ওদের নিয়ে বিরক্ত। আমরা ওই অসন্তুষ্ট মানুষগুলিকে একত্রিত করতে চাই।


আরও পড়ুন: ফের উত্তপ্ত Pulwama, চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই