CBI-এর নয়া ডিরেক্টর বাছতে বৈঠক আগামিকাল

চিটফান্ড কেলেঙ্কারিতে এবার আরও রাঘব বোয়ালদের ধরতে ঝাঁপাবে CBI। নয়া ডিরেক্টর এলেই কার্যকর হয়ে যাবে নয়া পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী, রোজভ্যালি সহ অন্যান্য চিটফান্ডের তদন্ত এগোবে CBI। গতি আসবে তদন্তে। আগামিকাল CBI-এর নতুন ডিরেক্টর বাছতে সরকারি বৈঠক। এই বৈঠকেই ঠিক হয়ে যাবে কে হবেন নতুন CBI অধিকর্তা। তারপরই নতুন উদ্যোমে তদন্তে ঝাঁপাবে CBI। 

Updated By: Jan 5, 2017, 09:42 AM IST
CBI-এর নয়া ডিরেক্টর বাছতে বৈঠক আগামিকাল

ওয়েব ডেস্ক: চিটফান্ড কেলেঙ্কারিতে এবার আরও রাঘব বোয়ালদের ধরতে ঝাঁপাবে CBI। নয়া ডিরেক্টর এলেই কার্যকর হয়ে যাবে নয়া পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী, রোজভ্যালি সহ অন্যান্য চিটফান্ডের তদন্ত এগোবে CBI। গতি আসবে তদন্তে। আগামিকাল CBI-এর নতুন ডিরেক্টর বাছতে সরকারি বৈঠক। এই বৈঠকেই ঠিক হয়ে যাবে কে হবেন নতুন CBI অধিকর্তা। তারপরই নতুন উদ্যোমে তদন্তে ঝাঁপাবে CBI। 

 

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই বিজেপি সরকারের কথা মত চলছে, এই অভিযোগই বার বার করছে বিরধীরা। সিবিআইয়ের নিরপেক্ষ অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে অনেক। এর মধ্যে সিবিআইয়ের ডিরেক্টর বদল, বিশেষ তাৎপর্যের বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।  

.