কেজরিওয়ালের জবাব দিতে নাস্তানাবুদ খুরশিদ

মুখে বললেন কেজরিওয়ালদের তোয়াক্কা করেন না। অথচ, কেজরিওয়ালদের তোলা অভিযোগের জবাব দিতেই কার্যত কালঘাম ছুটল কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদের।  তবে, আর্থিক বেনিয়ম নিয়ে যেকোনও তদন্তের মুখোমুখি হতে তৈরি থাকলেও ইস্তফায় নারাজ কেন্দ্রীয় আইনমন্ত্রী।

Updated By: Oct 14, 2012, 09:01 PM IST

মুখে বললেন কেজরিওয়ালদের তোয়াক্কা করেন না। অথচ, কেজরিওয়ালদের তোলা অভিযোগের জবাব দিতেই কার্যত কালঘাম ছুটল কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদের।  তবে, আর্থিক বেনিয়ম নিয়ে যেকোনও তদন্তের মুখোমুখি হতে তৈরি থাকলেও ইস্তফায় নারাজ কেন্দ্রীয় আইনমন্ত্রী। একই সঙ্গে যে সংবাদমাধ্যমে তাঁর স্ত্রীর সংগঠনের বেনিয়মের খবর সম্প্রচারিত হয়েছে, তাদের বিরুদ্ধেও তোপ দেগেছেন খুরশিদ। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সিইও ইস্তফা দিলে, পদত্যাগে রাজি আছেন তিনি। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী।
একের পর এক দুর্নীতিতে স্পষ্টতই কোণঠাসা ইউপিএ সরকার। এবার সেই অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রীর বিরুদ্ধে ওঠা আর্থিক বেনিয়মের অভিযোগ। প্রতিবন্ধীদের জন্য কেন্দ্রীয় সাহায্যের একাত্তর লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে খুরশিদের স্ত্রীর স্বেচ্ছাসেবী সংগঠনের বিরুদ্ধে। আর এনিয়েই কেন্দ্রীয় আইনমন্ত্রীর ইস্তফার দাবিতে পথে নেমেছেন অরবিন্দ কেজরিওয়ালরা। এই আন্দোলনে কতটা অস্বস্তিতে কংগ্রেস? সাংবাদিক সম্মেলনে কেজরিওয়ালদের অভিযোগ উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও, নিজের সাফাই দিতে কার্যত কালঘাম ছুটল কেন্দদ্রীয় আইনমন্ত্রীর। সিএজির যে প্রাথমিক রিপোর্টকে হাতিয়ার করে কেজরিওয়ালরা সরব হয়েছেন, সেটিকেও অসম্পূর্ণ বলে উল্লেখ করেছেন খুরশিদ। একই সঙ্গে অবশ্য যেকোনওরকম তদন্তেরই মুখোমুখি হতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন সলমন খুরশিদ।
  
আইনমন্ত্রীর সাফাই নিয়ে অবশ্য মাথা ঘামাতে নারাজ অরবিন্দ কেজরিওয়াল। সলমন খুরশিদের ইস্তফার দাবিতে অনড় তিনি। একই সঙ্গে উত্তরপ্রদেশ সরকার গোটা দুর্নীতিকাণ্ডকেই ঘোলাটে করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন আন্নার এই প্রাক্তন সহযোগী। আর এই ঘোলা জলেই ফের মাছ ধরতে নেমে পড়েছে বিরোধী শিবির।
  
বেগতিক দেখে ময়দানে নমে পড়েছেন কংগ্রেসের সেনাপতিরাও। কেজরিওয়ালকে পুরোপুরি একজন ক্ষমতালিপ্সু বলে উল্লেখ করেছেন তারা। কেন্দ্রীয় আইনমন্ত্রীও জানিয়ে দিয়েছেন বেনিয়ম নিয়ে শোরগোল করলেও ইস্তফার কোনও প্রশ্নই নেই।

.