উঠে গেল কয়লা ধর্মঘট, কোল ইন্ডিয়ার বেসরকারিকরণের সম্ভাবনা খারিজ কয়লা মন্ত্রীর

দুদিনের মাথায় উঠে গেল দেশজোড়া কয়লা ধর্মঘট। কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সঙ্গে ম্যারাথন বৈঠকের পর বুধবার রাতে ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন শ্রমিক নেতারা।  বৈঠক শেষে কোলইন্ডিয়ার বেসরকারিকরণের সম্ভাবনা উড়িয়ে দেন কয়লামন্ত্রী পিয়ুষ গোয়েল।  

Updated By: Jan 8, 2015, 10:31 AM IST
উঠে গেল কয়লা ধর্মঘট, কোল ইন্ডিয়ার বেসরকারিকরণের সম্ভাবনা খারিজ কয়লা মন্ত্রীর

ব্যুরো: দুদিনের মাথায় উঠে গেল দেশজোড়া কয়লা ধর্মঘট। কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সঙ্গে ম্যারাথন বৈঠকের পর বুধবার রাতে ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন শ্রমিক নেতারা।  বৈঠক শেষে কোলইন্ডিয়ার বেসরকারিকরণের সম্ভাবনা উড়িয়ে দেন কয়লামন্ত্রী পিয়ুষ গোয়েল।  

শ্রমিকদের দাবিদাওয়া খতিয়ে দেখতে ত্রিপাক্ষিক কমিটি তৈরিরও আশ্বাস দিয়েছে সরকার।কোলইন্ডিয়ার আধিকারিকদের সঙ্গে শ্রমিকদের আলোচনা আগেই ভেস্তে গিয়েছিল। ধর্মঘটের দুদিনের মাথায় রফাসূত্রের খোঁজে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী পিয়ুষ গোয়েল। বুধবার সেই বৈঠক চলে ছঘণ্টারও বেশি সময় ধরে। বৈঠকশেষে রাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা করেন কয়লা মন্ত্রী।

কোল ইন্ডিয়াকে বেসরকারি সংস্থার তুলে দেওয়া হবে না বলেও জানান কেন্দ্রীয় কয়লা মন্ত্রী।

৫ দিনের কয়লা ধর্মঘট ঘিরে দেশ জুড়ে বিদ্যুত্‍ সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছিল। কয়লা তোলা বন্ধ থাকায় তাপ বিদ্যুত কেন্দ্রগুলিতে জ্বালানী ঘাটতি সরকারের মাথাব্যাথা আরও বাড়িয়ে দিয়েছিল। অবশেষে দুদিনের মাথায় ধর্মঘট উঠে যাওয়ায় সেই আশঙ্কা দূর হল।