নিজস্ব প্রতিবেদন: আগে ছিলেন ঢোলাদেবী। জম্মু কাশ্মীরেরই বৃদ্ধা। কোভিড টিকা নিয়ে তাঁর গ্রামের সমস্ত অনিচ্ছুক মানুষের সামনে দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন তিনি। বলা হচ্ছিল, সম্ভবত তিনিই ভারতের তথা বিশ্বের সব চেয়ে বয়স্কা মহিলা যিনি করোনা টিকা নিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেই রেকর্ড ভাঙল জম্মু কাশ্মীরেরই বারামুলা জেলার ১২৪ বছর বয়সী এক মহিলার টিকা নেওয়ার ঘটনায়। বুধবার ৯০০০-এরও বেশি মানুষের টিকাকরণ হয়েছে এই জেলায়। সেখানেই উত্তর কাশ্মীরের ওই বৃদ্ধাকে COVID-19 vaccine দেওয়া হয়। যদিও সংশ্লিষ্ট মেডিক্যাল অফিসারের সামনে তাঁর বয়সের কোনও নথি (age-proof) দাখিল করা সম্ভব হয়নি। এ দিন এ অঞ্চলের মোট ২০টি জেলায় টিকাকরণ হয়। 


আরও পড়ুন: Corona Update: ৫৮ দিনে সবচেয়ে কম দৈনিক আক্রান্ত, বাড়ল মৃত্যু


Shrakwara Block Wagoora-র Rehtee Begum নামের ওই মহিলা এদিন ডোর-টু-ডোর vaccination campaign-এর আওতায় কোভিডের প্রথম ডোজটি নেন। 


জম্মু-কাশ্মীরের Department of Information and Public Relations এ নিয়ে একটি tweet করে। সেটা থেকেই ঘটনাটি জানা যায়। যদি তাঁর বয়সের তথ্য় সঠিক হয়, তবে তিনিই হতে চলেছেন বিশ্বের সব চেয়ে বয়স্ক জীবিত মহিলা।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: রাশিয়ার Sputnik V টিকা ভারতে তৈরির অনুমোদন পেল সেরাম