প্রধানমন্ত্রীর হাতে রাখী বাঁধলেন বৃন্দাবনের বিধবা, প্রতিবন্ধী শিশুরা
রাখীবন্ধনে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির মহিলা শাখার কর্মীরা ছাড়াও বিভিন্ন মহিলা সংগঠনের প্রতিনিধিরা আজ তাঁর হাতে রাখী বেঁধে দেন। গুজরাতের মহিলা বিধায়করাও প্রধানমন্ত্রীকে রাখী পরাতে দিল্লি আসেন।
ওয়েব ডেস্ক: রাখীবন্ধনে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির মহিলা শাখার কর্মীরা ছাড়াও বিভিন্ন মহিলা সংগঠনের প্রতিনিধিরা আজ তাঁর হাতে রাখী বেঁধে দেন। গুজরাতের মহিলা বিধায়করাও প্রধানমন্ত্রীকে রাখী পরাতে দিল্লি আসেন।
প্রতিবন্ধী শিশু, বৃন্দাবনের বিধবা মহিলারা প্রধানমন্ত্রীর হাতে রাখী বাঁধেন। মোদীকে রাখী পরান সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নাজমা হেপতুল্লাহ ও স্বাধ্বী ঋতম্ভরা।
একটি সুতোর বাঁধনে সৌভ্রাতৃত্বের অমোঘ বিশ্বাস। সেই বিশ্বাসকেই সঙ্গী করে জেলায় জেলায় পালিত হল রাখিবন্ধন উত্সব। সামিল হল আট থেকে আশি। প্রশাসনের বড়কর্তা থেকে বন্দি, সবাই হাসিমুখে অংশ নিলেন সম্প্রীতির এই মিলনমেলায়।