Womens Reservation Bill: লোকসভায় পেশ মহিলা সংরক্ষণ বিল; কবে মিলবে ৩৩ শতাংশ আসন, জেনে নিন ৫ পয়েন্টে

Womens Reservation Bill: দেশের সব বিধানসভার জন্যই এই আইন লাগু হবে। অর্থাত্ বিধানসভাগুলিতেও এক তৃতীয়াংশ আসন থাকবে মহিলাদের জন্য

Updated By: Sep 19, 2023, 04:08 PM IST
Womens Reservation Bill: লোকসভায় পেশ মহিলা সংরক্ষণ বিল; কবে মিলবে ৩৩ শতাংশ আসন, জেনে নিন ৫ পয়েন্টে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধনের পাশাপাশি লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল। এই বিল পাস হলে দেশের সংসদে ও বিধানসভা ৩৩ শতাংশ আসন পাবেন মহিলারা। বিলটি পাস হবে। তারপর রাষ্ট্রপতি সাক্ষর করলে সেটি আইনে পরিণত হবে। তবে তার পরেই সংসদ ও বিধানসভায় এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ পাবেন না মহিলারা। তার জন্য অপেক্ষা করতে হবে ২০২৯ সাল পর্যন্ত।

আরও পড়ুন- নিজ্জরকাণ্ডে কানাডার এক কূটনীতিককে দেশ ছাড়তে বলল ভারত, জেনে নিন এই খালিস্তানি নেতা সম্পর্কে

জানা যাচ্ছে বিলি পাস হওয়ার পর সংসদের আসন ডিলিমিটেশন করা হবে। তারপর সংরক্ষণ পাবেন মহিলারা। এখন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে মহিলা সংরক্ষণ বিলে?

##  লোকসভার এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

## দিল্লি বিধানসভার এক তৃতীয়াংশ আসন তপসিলি জাতিদের জন্য সংরক্ষিত ছিল। সেটি এবার মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে যাবে।

## দেশের সব বিধানসভার জন্যই এই আইন লাগু হবে। অর্থাত্ বিধানসভাগুলিতেও এক তৃতীয়াংশ আসন থাকবে মহিলাদের জন্য।

## আইন লাগু হবে দেশের লোকসভা ও বিধানসভা আসন পুনর্গঠন হওয়ার পর।

##  ওই ডিলিমিটেশন বা আসন পুনর্গঠন হবে লোকগণনার পর। সেই লোকগণনা গবে ২০২৭ সালে।

মোদী সরকার যে বিলটি এনেছে তা খানিকটা ২০১০ সালে মনমোহন সিং সরকারের মতো।  সেই বিলটি খানিকচা সংশোধন করে বিল থেকে অ্যাংলো ইন্ডিয়ানদের জন কোটার যে প্রস্তাব করা হয়েছিল তা বাতিল করা হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.