উত্তরপ্রদেশে ৬৩ হিন্দু উদবাস্তু পরিবারকে পুনর্বাসন, Yogi Adityanath তুলে দিলেন নথি
দখলদারদের হাত থেকে সরকারি জমি মুক্ত করে এই পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন তিনি
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ ও পাকিস্তান থেকে বিতাড়িত হিন্দু উদ্বাস্তু পরিবারগুলিকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। মঙ্গলবার বাংলাদেশের ৬৩টি হিন্দু শরণার্থী পরিবারকে আবাসিক ও কৃষি জমির কাগজ বিতরণ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী রাজ্যের রাজধানী লখনউতে বাংলাদেশ থেকে আসা ৬৩টি উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসনের জন্য 'মুখ্যমন্ত্রী আবাস যোজনা'-র অধীনে বাড়ি তৈরির জন্য চিঠি সহ তাদের সরকারি কাগজপত্র এবং কৃষি ও আবাসিক জমি বিতরণ করেছেন।
Uttar Pradesh | Chief minister Yogi Adityanath distributes agricultural & residential land with their official papers along with letters for houses under 'Mukhayamantri Awaas Yojana' to rehabilitate 63 refugees families from Bangladesh in Lucknow pic.twitter.com/kO8jpFaGpo
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 19, 2022
এর আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিশ্রুতি দেন পাকিস্তান এবং বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের থাকার জায়গা দেবেন। সেই কথা মাথায় রেখেই তিনি মঙ্গলবার ৬৩টি পরিবারকে কৃষি জমি এবং আবাসিক জমির কাগজ তুলে দিয়েছেন।
আরও পড়ুন: Jahangirpuri Violence: দিল্লির জাহাঙ্গিরপুরী সংঘর্ষে অভিযুক্ত আনসারের বঙ্গ যোগ, মিলল চাঞ্চল্যকর তথ্য
দখলদারদের হাত থেকে সরকারি জমি মুক্ত করে এই পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন তিনি। তিনি আরও বলেন যে দখলমুক্ত করা এই জমিগুলিকে ল্যান্ড ব্যাঙ্কের আওতায় এনে স্কুল, শিল্প এবং অন্যান্য ব্যবসা গড়ে তোলার জন্য ব্যবহার করা হবে জমিগুলি। এছাড়া এই জমিতেই হিন্দু উদবাস্তু পরিবারগুলিকে পুনর্বাসন দেওয়া হবে বলেও জানান তিনি।