যান্ত্রিক ত্রুটি! গ্রাহকদের থেকে প্রায় আট হাজার মোটরসাইকেল চেয়ে পাঠাল Yamaha

Dec 18, 2019, 13:30 PM IST
1/5

আট হাজার মোটরসাইকেল চেয়ে পাঠাল Yamaha

আট হাজার মোটরসাইকেল চেয়ে পাঠাল Yamaha

Yamaha FZ FI ও Yamaha FZ-S FI মডেল-এর বেশ কিছু মোটরসাইকেলে যান্ত্রিক ত্রুটি রয়েছে। আর সেই জন্য ৭৭৫৭টি বাইখ গ্রাহকদের থেকে চেয়ে পাঠাল Yamaha Motor India.

2/5

আট হাজার মোটরসাইকেল চেয়ে পাঠাল Yamaha

আট হাজার মোটরসাইকেল চেয়ে পাঠাল Yamaha

এই সমস্ত মোটরসাইকেলের রিয়র সাইড রিফ্লেক্টর-এ সমস্যা রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি সারিয়ে সেগুলি আবার গ্রাহকদের ফেরত দেওয়া হবে। আর এই জন্য গ্রাহকদের কোনও টাকা-পয়সা দিতে হবে না। Yamaha নিজস্ব উদ্যোগে যান্ত্রিক ত্রুটি সারিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। 

3/5

আট হাজার মোটরসাইকেল চেয়ে পাঠাল Yamaha

আট হাজার মোটরসাইকেল চেয়ে পাঠাল Yamaha

কোনও গ্রাহকের Yamaha FZ FI ও Yamaha FZ-S FI মডেল-এর রিয়ার সাইড রিফ্লেক্টর-এ সমস্যা দেখা দিলে তিনি নিকটবর্তী ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রেও বিনা খরচায় সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। 

4/5

আট হাজার মোটরসাইকেল চেয়ে পাঠাল Yamaha

আট হাজার মোটরসাইকেল চেয়ে পাঠাল Yamaha

যে সমস্ত মোটরসাইকেলে সমস্যা রয়েছে সেগুলি সবই চলতি বছরের অক্টোবর মাসে উত্পাদন করা হয়েছিল। সংস্থার তরফে জানানো হয়েছে, তারা নিজেরাই গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করবে। 

5/5

আট হাজার মোটরসাইকেল চেয়ে পাঠাল Yamaha

আট হাজার মোটরসাইকেল চেয়ে পাঠাল Yamaha

রিয়ার সাইড রিফ্লেক্টর যাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করে। তাই এই ব্যাপারে কোনও ঝুঁকি নিতে চায় না Yamaha. সংস্থার তরফে পর্যবেক্ষণ করে জানা গিয়েছে, প্রায় আট হাজার মোটরসাইকেলের রিয়ার সাইড রিফ্লেক্টর-এ সমস্যা রয়েছে।