সুইত্জারল্যান্ড থেকে নিউ ইয়ার উইশ জানালেন বিরুষ্কা
স্যুইত্জারল্যান্ডের বরফে ঘেরা পাহাড় থেকে ভক্তদের হ্যাপি নিউ ইয়ার উইশ করলেন ক্রিক-বলি দম্পতি।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![সুইত্জারল্যান্ড থেকে নিউ ইয়ার উইশ জানালেন বিরুষ্কা সুইত্জারল্যান্ড থেকে নিউ ইয়ার উইশ জানালেন বিরুষ্কা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/01/226428-3.jpg)
নিজস্ব প্রতিবেদন: স্যুইত্জারল্যান্ডে ছুটি কাটানোর ছবি আগেই পোস্ট করেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পর আপাতত ছুটি কাটাচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফেডেরার দেশ থেকেই ভিডিয়ো বার্তায় ভক্তদের নিউ ইয়ার উইশ করলেন
স্যুইত্জারল্যান্ডের বরফে ঘেরা পাহাড় থেকে ভক্তদের হ্যাপি নিউ ইয়ার উইশ করলেন ক্রিক-বলি দম্পতি।
বিরাট নিজের ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে বিরাট লিখেছেন, "আপনাদের প্রত্যেককে আমাদের তরফে হ্যাপি নিউ ইয়ার। ভগবান সবার মঙ্গল করুন।"
আরও পড়ুন - এক নম্বরে থেকেই ২০১৯ শেষ করলেন কিং কোহলি!