সব চালু করতেই চাপে দক্ষিণ কোরিয়া, আবার বাড়ছে সংক্রমণ
May 10, 2020, 18:42 PM IST
1/5
সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও আবার দ্রুত হারে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। দ্বিতীয় ধাক্কার জন্য দেশবাসীকে সাবধান করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। আংশিক লকডাউন লঘু করা হলেও আবার শুরু হতে পারে নিয়মের কড়াকড়ি।
2/5
রবিবার মুন জায়ে বলেন, "সংক্রমনের সংখ্যা সম্পূর্ণ শূন্য হবার আগে লড়াই শেষ হবে না।" তিনি জানান রবিবার গত একমাসে সবথেকে বেশি সংখ্যক সংক্রমনের সংখ্যা ধরা পড়েছে। আর সেই কারণেই চিন্তিত দক্ষিণ কোরিয়ার সরকার।
photos
TRENDING NOW
3/5
রবিবার নতুন করে ৩৪ জনের দেহে করোনাভাইরাসের হদিস মিলেছে। গত ৯ এপ্রিলের পর থেকে দক্ষিণ কোরিয়ায় এটাই সর্বোচ্চ।
4/5
দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্যমন্ত্রকেরখবর অনুযায়ী, সামাজিক দূরত্ব বিধি লঘু হওয়ার পর নাইট ক্লাবগুলি খুলে দেওয়া হয়েছে। এই নাইট ক্লাবগুলি থেকেই একের পর এক সংক্রমনের খবর মিলেছে।
5/5
এমন পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সেওলে সমস্ত নাইট ক্লাব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 'পুনরায় লকডাউনের সিদ্ধান্ত না নিলেও যতদিন না সংক্রমনের সংখ্যা শূন্য হচ্ছে মানুষকে নিজেকে সাবধান থাকতে হবে," জানালেন মুন।