IPL 2020: শনিবার আবু ধাবিতে বীর-জারার লড়াই; মুখোমুখি কলকাতা-পঞ্জাব
শনিবার নাইটদের বিরুদ্ধে সম্ভবত দলে ফিরছেন ইউনিভার্স বস। তাই দুই ক্যারিবিয়ান দৈত্যের ব্যাটের ব্যাটেল দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
নিজস্ব প্রতিবেদন: শনিবার আইপিএলে ডাবল হেডার। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ভর দুপুরে বীর-জারার লড়াই। মুখোমুখি কিং খানের কলকাতা নাইট রাইডার্স ও প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব। আগের ম্যাচেই চেন্নাইকে হারিয়ে আত্মবিশ্বাসী নাইট শিবির। তবে আত্মতুষ্ট হতে নারাজ কিং খানের দল। জয়ের ধারা বজার রাখতে মরিয়া কেকেআর। অন্যদিকে একের পর এক হেরেই চলেছে কিংস ইলেভেন পঞ্জাব। শনিবার আইপিএলে দ্বিতীয় জয়ের খোঁজে প্রীতি জিন্টার দল।
পাঁচ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে কেকেআর। তবে মরু শহরে এখনও ঝড় তুলতে পারেননি আন্দ্রে রাসেল। অন্যদিকে ছয় ম্যাচ হয়ে গেলেও এখনও আইপিএলে ব্রাত্য রয়েছেন পঞ্জাবের ক্রিস গেইল। শনিবার নাইটদের বিরুদ্ধে সম্ভবত দলে ফিরছেন ইউনিভার্স বস। তাই দুই ক্যারিবিয়ান দৈত্যের ব্যাটের ব্যাটেল দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
অন্যদিকে ছয় ম্যাচের পাঁচটিতে হেরে আইপিএলে লিগ টেবিলে লাস্ট বয় কেএল রাহুলের কিংস ইলেভন পঞ্জাব। যেন তেন প্রকারেন জয়ে ফিরতে মরিয়া কিংসরা। মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, নিকোলাস পুরাণের পাশাপাশি মহম্মদ শামি, রবি বিষ্ণোইরা বল হাতে বড় ভরসা কিংসদের।
নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের ব্যাটে রান নেই। ধারাবাহিকতার অভাব ব্যাটসম্যানদের মধ্যে। আগের ম্যাচে ওপেনিংয়ে রাহুল ত্রিপাঠীর ব্যাটিং ভরসা দিয়েছে নাইট ম্যানেজমেন্টকে। ফর্মে আছেন নীতিশ রানা শুভমান গিল, ইয়ন মরগ্যানরা। বল হাতে কমলেশ নাগরকোটি, শিবম মাভিদের পাশাপাশি রয়েছেন বরুণ চক্রবর্তী।
আরও পড়ুন - ISL 2020-21: ইস্টবেঙ্গলের কোচ হলেন লিভারপুলের কিংবদন্তি রবি ফাউলার