ক্ষমা চেয়ে শাকিব বললেন, "আমি (কালী পুজো) উদ্বোধন করিনি, একজন সচেতন মুসলমান হিসেবে আমি তা করব না"
কলকাতায় কালী পুজোর উদ্বোধন করতে যাবার জন্য শাকিবকে কুপিয়ে টুকরো টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক।
নিজস্ব প্রতিবেদন: কলকাতায় কালী পুজোর উদ্বোধনে এসে চরম বিতর্কে জড়িয়ে গেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। যা নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া উত্তাল। এমনকী সিলেটের এক যুবক ফেসবুক লাইভে শাকিবকে কুপিয়ে খুনের হুমকিও দেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় অনেকেই শাকিবের উপর রাগ উগড়ে দেন। শাকিব অবশ্য বিতর্ক আর বাড়াতে দেননি, তাই এক ভিডিয়ো বার্তায় পুরো ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করেন।
শাকিবের দাবি, তিনি পুজো উদ্বোধনে যাননি। গিয়েছিলেন পুজোর পাশের এক মঞ্চে। শাকিবের বক্তব্য, "আমার কোনও ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। খবর কিংবা সামাজিক মাধ্যমে বলা হচ্ছে আমি নাকি পুজোর উদ্বোধন করতে গিয়েছিলাম। আমি কখনোই পুজো উদ্বোধনে করিনি বা উদ্বোধন করতে যাইনি। একজন সচেতন মুসলমান হিসেবে আমি তা করব না। "
প্রসঙ্গতঃ মহসিন তালুকদার নামে সিলেটের এক যুবক হত্যার হুমকি দেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসানকে। ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে শাকিবকে হত্যার হুমকি দেন সেই তরুণ। কলকাতায় কালী পুজোর উদ্বোধন করতে যাবার জন্য শাকিবকে কুপিয়ে টুকরো টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক।
আরও পড়ুন - কলকাতায় কালী পুজোর উদ্বোধন করায় শাকিবকে কুপিয়ে খুনের হুমকি!