হাঁটুর বয়সী মহিলাকে বিয়ে করা কোটিপতিরা

Jul 29, 2016, 13:08 PM IST
1/6

বার্নার্ড একলেস্টোন ও ফ্যাবিয়ানা ফ্লোসি- বিয়ের সময় ফর্মুলা ওয়ান গ্রুপ CEO বার্নার্ডের বয়স ছিল ৮১ বছর। ফ্লোসির বয়স ৩৫।

2/6

রুপার্ট মার্ডক ও ওয়েন্ডি ডেং- মার্কিন মিডিয়া টাইকুন ৬৮ বছর বয়সে বিয়ে করেন ৩০ বছরের ওয়েন্ডিকে।

3/6

সামার রেডস্টোন ও পাওলা ফর্চুনাটো- মার্কিন ও ব্যবসায়ী ও মিডিয়া ম্যাগনেট রেডস্টোন বয়সে তাঁর চেয়ে ৩৯ বছরের ছোট পাওলাকে বিয়ে করেন।

4/6

অরুণ নায়ার ও এলিজাবেথ হার্লে- ভারতীয় কোটিপতি ব্যবসায়ী অরুণ নায়ারকে হার্লে যখন বিয়ে করেন, তখন তাঁর বয়স মোটে ২৯ বছর। আর অরুণের বয়স ৫০।

5/6

ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া নস- রিপাবলিকান পার্টির মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ও ব্যবসায়ী ট্রাম্প ৬ বছরের সম্পর্কের পর বিয়ে করেন মেলানিয়া। বিয়ের সময় ট্রাম্পের বয়স ৫৯ আর মেলানিয়া ৩৫ বছরের।

6/6

হুগ হেনফার ও ক্রিস্টাল হ্যারিস- মার্কিন অ্যাডাল্ট ম্যাগাজিন পাবলিশার ও ব্যবসায়ী হেনফার ৮৬ বছর বয়সে বিয়ে করেন বছর ২৬-এর হ্যারিসকে।