এটিএমে কার্ড সোয়াইপ করলেই বেরিয়ে আসছে গণেশ!

Sep 18, 2018, 11:27 AM IST
1/9

এই বিশেষ কাউন্টার দেখতে পুরো এটিএম কাউন্টারের মতোই।   মেশিনে কার্ড সোয়াইপ করলেই বেরিয়ে আসছে কৌটো করা গণেশ মূর্তি।

2/9

যেমনভাবে বেরিয়ে আসে টাকা, ঠিক ক্যাশ ট্রে-তে  চলে আসছে ছোট্ট একটি কৌটো।  সেটা খুললেই ছোট্ট  সোনালি  গণেশ।

3/9

অভিনব ঘটনাটি ঘটছে পুণের সাহাকর নগরের একটি এটিএম কাউন্টারে।  এই কাউন্টারের নাম ‘এনি টাইম মোদক।’

4/9

অভিনব এই চিন্তাভাবনা এসেছে পুণেরই বাসিন্দা সঞ্জয় কুলকার্নির মাথায়। তিনিই এই  ‘এনি টাইম মোদক’-এর আবিষ্কারকর্তা।

5/9

শুধু আপনার কাছে থাকতে হবে একটি বিশেষ কার্ড। সেই কার্ডও দেখতে হুবুহু এটিএম কার্ডের মতোই। যেভাবে টাকা তোলেন, সেই ভাবেই মেশিনে কার্ড সোয়াইপ করলে বেরিয়ে আসবে গণেশ মূর্তি।

6/9

মেশিনের যেখানে সংখ্যা লেখা থাকে, সেখানেই লেখা রয়েছে বেশ কয়েকটি শব্দ।

7/9

সংখ্যার বদলে  বিশেষ এটিএম-এ লেখা রয়েছে ‘ফরগিভনেস’, ‘ডিভোশন’, ‘অ্যাফেকশন’, ‘পিস’, ‘নোলেজ’, ‘চ্যারিটি’।

8/9

গণেশ চতুর্থী উপলক্ষে শহরবাসীকে বিশেষ এই উপহার দিয়েছেন সঞ্জয় কুলকার্নি।

9/9

পুণের এই বিশেষ এটিএম-কে নিয়ে এখন মানুষের মধ্যে প্রবল উত্সাহ, যা স্বাভাবিকই বটে!