1/11
২০০৮- অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়ে জয়। এরপর চ্যাম্পিয়ন অধিনায়ককে নিজেদের দলে সামিল করে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। সেই থেকে সেই দলেই খেলছেন তিনি। আইপিএল-এ এখনও দলবদল করেননি কোহলি। ওই বছরই ভারতীয় দলে সামিল হন বিরাট। অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি করেছিলেন ১২ রান। উল্লেখ্য, বীরেন্দ্র সেওয়াগের চোটের কারণে দলে সামিল করা হয়েছিল তরুণ তারকাকে।
2/11
photos
TRENDING NOW
3/11
4/11
5/11
২০১২- একদিনের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও জ্বলে উঠেছিলেন এই বিরাট তারা। অস্ট্রেলিয়া সফর ছিল তাঁর কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ সিরিজ। জীবনের প্রথম টেস্ট শতরানটাও এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। এশিয়া কাপে বিরাটের ধুয়াধার ব্যাটিং ছিল দেখার মতো। ওই সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৩ রান আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্দে ১৮৩ রানের ইনিংস চিরস্মরণীয় হয়েই থাকবে।
6/11
7/11
9/11
11/11
photos