1/7
2/7
photos
TRENDING NOW
3/7
গত ২০১৯ সালে মাদ্রাজ স্নেক পার্ক থেকে আনা হয় চারটি ইয়েলো অ্যানাকোন্ডাকে। দুটি পুরুষ, দুটি স্ত্রী। বদলে দেওয়া হয় চারটি কেউটে এবং চারটি কালাচ। তারপর থেকে অ্যানাকোন্ডাদের স্থায়ী বসবাস এখানেই। তাদের তোয়াজের জন্য তৈরি করা হয়েছে বিশেষ প্রাকৃতিক এনক্লোজার। তাতে রয়েছে কৃত্রিম জলাজমি, ছোট-বড় পাথর, ঝোপ-জঙ্গল। আর তারা যে বেশ খোশ মেজাজেই রয়েছে তা বলাই যায়।
4/7
ন্যাশানাল জিওগ্রাফিকের প্রতিবেদন অনুযায়ী অ্যানাকোন্ডা বিশ্বের সেই ৩০ শতাংশ সাপেদের মধ্যে অন্তর্ভুক্ত, যারা ডিম পাড়ে না। সরাসরি বাচ্চার জন্ম দেয়। বাচ্চার আকারও অনেকটাই বড়। দেহের অভ্যন্তরেই ডিমের আকার থেকে ধীরে ধীরে বেড়ে ওঠে বাচ্চা অ্যানাকোন্ডা। কোনও কোনও প্রজাতি একবারে প্রায় ৪০ টা পর্যন্ত শিশুর জন্ম দিয়ে থাকে। জন্মের পরেই স্বাবলম্বী হয়ে যায় খুদে অ্যানাকোন্ডা।
5/7
6/7
7/7
photos