Covid 19: চতুর্থ ঢেউয়ের ভ্রুকুটির মাঝেই ১৯৩৮ নতুন সংক্রমণ দেশে, ২৪ ঘণ্টায় মৃত ৬৭

Mar 24, 2022, 11:21 AM IST
1/5

নতুন সংক্রমণ কত

how many new cases

গত ২৪ ঘন্টায় ১,৯৩৮ নতুন কোভিড -১৯ সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। ভারতে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল ৪,৩০,১৪,৬৮৭। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য জানিয়েছে।

2/5

মোট মৃত্যু

Total death

গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের মৃত্যুর ফলে ভারতের মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,১৬,৬৭২ হয়েছে। দেশে সক্রিয় সংক্রমণ আরও কমে ২২,৪২৭ হয়েছে।

3/5

রোগমুক্তির সংখ্যা

recovery rate

দেশটি একদিনে ২,৫৩১ জনের রোগমুক্তি হয়েছে। এই রোগ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৪,২৪,৭৫,৫৮৮ যেখানে মৃত্যুর হার ১.২০ শতাংশ রেকর্ড করা হয়েছে।

4/5

সংক্রমণের হার

positivity rate

২৪ ঘন্টার ব্যবধানে সক্রিয় কোভিড -১৯ কেসলোডে ৬৬০ সংক্রমণের হ্রাস রেকর্ড করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে যে সক্রিয় সংক্রমণের সংখ্যা মোট সংক্রমণের ০.০৫ শতাংশ। যেখানে জাতীয় কোভিড -১৯ রোগমুক্তির হার ৯৮.৭৫ শতাংশ। দেশের দৈনিক সংক্রমণের হার ০.২৯ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ০.৩৫ শতাংশ।

5/5

মোট টিকাকরণ

total vaccination

দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণ অভিযানের মধ্যে ডোজের পরিমাণ ১৮২.২৩ কোটি ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় দেশে মোট ৬,৬১,৯৫৪ কোভিড -১৯ পরীক্ষা করা হয়েছে এবং এখনও পর্যন্ত মোট ৭৮.৪৯ কোটির বেশি পরীক্ষা করা হয়েছে।