Ram Mandir: রামমন্দির দেখতে ২০০০ কিমি পায়ে হেঁটেই অসম থেকে অযোধ্যার পথে ২ বন্ধু!

Ram Mandir: ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। সেদিন ঘরে ঘরে সবাইকে প্রদীপ জ্বালাতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামমন্দির ঘিরে দেশবাসীর মধ্যে উন্মাদনা তুঙ্গে।

Jan 13, 2024, 18:26 PM IST
1/7

রামমন্দির দেখতে হেঁটেই আসাম থেকে অযোধ্য়ায়!

Assam to Ayodhya Ram Mandir

প্রদ্যুত্ দাস: অসম থেকে পায়ে‌ হেঁটেই অযোধ্যার রাম‌মন্দিরের‌ উদ্দেশে‌ র‌ওনা‌ দুই তরুণ বন্ধুর। ২ তরুণ গত‌ ১১ দিন ধরে হেঁটে চলেছেন।   

2/7

রামমন্দির দেখতে হেঁটেই আসাম থেকে অযোধ্য়ায়!

Assam to Ayodhya Ram Mandir

অসমের বরপেটা‌ এলাকার বাসিন্দা ডিম্পল‌ ডেকা‌ ও তেজপুর‌ জেলার বাসিন্দা দেরহাসার‌ মুসাহারি‌। তাঁদের লক্ষ্য অযোধ্যার‌ রাম‌মন্দির।   

3/7

রামমন্দির দেখতে হেঁটেই আসাম থেকে অযোধ্য়ায়!

Assam to Ayodhya Ram Mandir

প্রায়‌ ২০০০ কিলোমিটার রাস্তা হেঁটে অযোধ্যার পথে চলেছেন দুজনে। গুয়াহাটির‌ একটি রেস্তরাঁয় কাজ করেন‌ দেরহাসার‌ ও ডিম্পল‌।   

4/7

রামমন্দির দেখতে হেঁটেই আসাম থেকে অযোধ্য়ায়!

Assam to Ayodhya Ram Mandir

তাঁরা‌ বলেন, প্রায়‌ ৫০০ বছর পর অযোধ্যায়‌ রাম‌মন্দির তৈরি হচ্ছে। তাই‌ এই মন্দির দেখার খুব কৌতূহল রয়েছে আমাদের মধ্যে।   

5/7

রামমন্দির দেখতে হেঁটেই আসাম থেকে অযোধ্য়ায়!

Assam to Ayodhya Ram Mandir

কিন্তু গাড়িতে‌ যাওয়া‌ বা‌ হোটেলে‌ থাকার মতো অর্থ‌ নেই ‌আমাদের‌। তাই‌ হেঁটেই‌ র‌ওনা‌ হয়েছি। প্রতিদিন গড়ে‌ ৫০-৬০ কিলোমিটার হাঁটছেন‌।   

6/7

রামমন্দির দেখতে হেঁটেই আসাম থেকে অযোধ্য়ায়!

Assam to Ayodhya Ram Mandir

পুলিস স্টেশন‌ ও পেট্রোল পাম্প সহ বিভিন্ন জায়গায় রাতে আশ্রয় নিচ্ছেন। দুজনেই রাস্তায় নিরামিষ খাবার খাচ্ছেন।   

7/7

রামমন্দির দেখতে হেঁটেই আসাম থেকে অযোধ্য়ায়!

Assam to Ayodhya Ram Mandir

চলতি মাসেই তাঁদের রাম‌মন্দিরে পৌঁছানোর লক্ষ্য। অযোধ্যার রামমন্দির দেখতে দুই বন্ধুর এই যাত্রা দেখে হতবাক সবাই।