ভারতে লঞ্চ হল BMW-র সস্তা এক জোড়া মোটরবাইক

Jul 20, 2018, 14:04 PM IST
1/4

অবশেষে ভারতে এল বিএমডাব্লুর মোটরসাইকেল G310R ও G310GS. বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মোটরসাইকেল দু'টি প্রকাশ্যে আনে এই জার্মান সংস্থা। দিল্লিতে মোটরসাইকেল দু'টি মিলবে যথাক্রমে ২.৯৯ লক্ষ টাকা ও ৩.৪৯ লক্ষ টাকায়। 

2/4

বিএমডাব্লুর এই মোটরসাইকেল দু'টির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন ভারতের মোটরসাইকেলপ্রেমীরা। ২০১৬ দিল্লি অটো এক্সপোয় প্রথমবার ভারতে মোটরসাইকেল দু'টি দেখায় বিএমডাব্লু। ভারতে টিভিএস-এর হোসুর কারখানায় তৈরি হবে মোটরসাইকেল দু'টি। 

3/4

BMW G310R ও BMW G310GS এ রয়েছে রিভার্স সিলিন্ডার ইঞ্জিন। ৩১৩ সিসি ইঞ্জিন থেকে মেলে সর্বোচ্চ ৩৪ হর্স পাওয়ার ক্ষমতা ও ২৮ নিউটর মিটার টর্ক। সঙ্গে ৬ স্পিড ট্রান্সমিশন দিচ্ছে BMW. টিইবিউলার ফ্রেমের ওপর তৈরি এই মোটরসাইকেলে রয়েছে পাঁচ স্পোকওয়ালা অ্যালয় হুইল। রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। সামনের চাকায় রয়েছে ৩০০ মিমি ডিস্ক ব্রেক। পিছনের চাকায় ২৪০ মিমি। 

4/4

ভারতের বাজারে কেটিএম ৩৯০ ডিউক এর সঙ্গে টক্কর হবে G310R-এর। BMW G310GS-এর সঙ্গে টক্করের হবে কাওয়াসাকি ভারসিস এক্স ৩০০ ও রয়্যাল এনফিল্ড হিমালয়ানের।