২১ ফেব্রুয়ারি: ভাষা দিবস স্মরণে তারকারা

Feb 21, 2021, 17:57 PM IST
1/8

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৪৮-এ বাংলা ভাষা নিয়ে আন্দোলনের প্রেক্ষাপট ছিল বাংলাদেশ। ভাষা দিবসে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন লম্বা একটা পোস্ট করেছেন অভিনেত্রী জয়া আহসান। লিখেছেন, '' আমাদের ভাষার দাবির ভেতরে সুপ্ত ছিল ভবিষ্যতের রাষ্ট্রের দাবি। পাকিস্তানি শাসকেরা সেটা ঠিকই বুঝেছিল। তাই দুই–দুইবার তারা ভেঙে দিয়েছিল আমাদের প্রাণের শহীদ মিনার। একবার বায়ান্নোয়, আরেকবার একাত্তরে। ভেঙে দিয়েছিল, কিন্তু মোটেই নিশ্চিহ্ন করতে পারেনি। বাঙালির ভাষা শহীদ দিবস আজ বিশ্বজনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে আজ সবার ভাষার দাবির কথা বলে। নভেরা আহমেদের নকশা করা শহীদ মিনারের ভাস্কর্যের আদলও আজ ছড়িয়ে পড়েছে পৃথিবীজুড়ে। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে শহীদ মিনারের রেপ্লিকা নেই। লাখ খানেকের কাছাকাছি। এখন আর সেটি শুধু বাংলাদেশের সীমানাতেই আটকে নেই, ছড়িয়ে পড়েছে সর্বত্র। এক ভারতেই ১৪–১৫টি। আরও আছে আমেরিকায়, ব্রিটেনে, অস্ট্রেলিয়ায়, বেলজিয়ামে। বাংলাদেশের বাইরে সব মিলিয়ে প্রায় ২৫টির মতো। হচ্ছে আরও বেশ কিছু দেশে। আমার বিশ্বাস আরও হবে। মায়ের ভাষার প্রতি ভালোবাসা কার না বুকে আছে! এই শহীদ মিনারের সঙ্গে মায়ের ভাষার প্রতি আমাদের ভালোবাসা জেগে থাকুক পৃথিবীর কোণে কোণে।''

2/8

ভাষা দিবস নিয়ে টুইট করেছেন অভিনেত্রী দেবলীনা কুমার। সঙ্গে নাম না করে সাম্প্রতি রুদ্রনীলের 'বাংগালী' পোস্ট করে কটাক্ষ করতেও ছাড়েননি দেবলীনা। তিনি লিখেছেন, ''আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলায় অভিমান করি.. বিশ্বাস করুন, আমি বাঙালী(বংগালী না) শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।''  

3/8

২১ ফেব্রুয়ারি ভাষা শহিদ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। লিখেছেন, ''বাংলা আমার অহংকার। আন্তর্জাতিক ভাষা দিবসে আমাদের ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা।''

4/8

তিনি 'খাঁটি বাঙালি' আন্তর্জাতিক ভাষা দিবসে টুইট টোটা রয় চৌধুরী। টোটা লিখেছেন, ''সারা বিশ্বে ২৯-৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। ভারতবর্ষে ১০ কোটি মানুষের মাতৃভাষা বাংলা। ভারতে, হিন্দির পর সবচেয়ে বেশি সংখ্যক লোক বাংলা বলেন। আসুন, আজ ভাষা দিবসে গর্জে উঠি,  আমি গর্বিত, আমি বাঙালি।''

5/8

আন্তর্জাতিক ভাষা দিবসে টুইট সাংসদ, অভিনেতা দেবের। দেব লিখেছেন, ''আমাদের মাতৃভাষা, আমাদের অহংকার, সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।''

6/8

আন্তর্জাতিক ভাষা দিবস নিয়ে টুইট সাংসদ, অভিনেত্রী  মিমি চক্রবর্তীর। অতুল প্রসাদের লাইন তুলে মিমি লিখেছেন, ''মোদের গরব, মোদের আশা আ-মরি বাংলা ভাষা।''

7/8

আন্তর্জাতিক ভাষা দিবসে অগ্নিভ নিয়োগীর টুইটকে রিটুইট করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। 

8/8

আন্তর্জাতিক ভাষা দিবস নিয়ে টুইট বনি সেনগুপ্তর। বনি লিখেছেন, ''আমি গর্বিত আমি বাঙালি, আমি গর্বিত বাংলা আমার মাতৃভাষা। সকলকে আমার তরফ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক অভিনন্দন জানাই।''