1/4
2/4
১০ বছর বয়সে পায়ে গুলি লেগেছিল দেবিকার। শ্যাম পিত্রোদার বক্তব্যের পর গর্জে উঠেছেন তিনি। দেবিকার কথায়,''সন্ত্রাসবাদীদের আখড়া পাকিস্তান। কীভাবে আপনি পাকিস্তানকে সমর্থন দিতে পারেন? আপনার পরিবারের কেউ মারা যাননি। সে কারণে এসব বলতে পারছেন। আমার মনে হয় উনি পাকিস্তানের সমর্থক। পাকিস্তান আমাদের পিছন থেকে ছুরি মেরেছে''।
photos
TRENDING NOW
3/4
এদিন শ্যাম পিত্রোদা মন্তব্য করেন, পুলওয়াম হামলার ব্যাপারে বিস্তারিত জানি না। এরকমটা হয়েই থাকে। মুম্বইয়ে তাজ হোটেল ও ওবেরয় হোটেলেও হামলা হয়েছিল। তখন কোনও প্রতিক্রিয়া দিই নি। আপনাদের বিমানও পাঠাইনি। এটা সঠিক নয় বলেই মনে করি। আটজন লোক এলেন আর একটা দেশের উপরে ঝাঁপিয়ে পড়লেন, এটা অনুচিত। এমনকি এয়ার স্ট্রাইকে কত জন মারা গিয়েছে, তার প্রমাণও চান পিত্রোদা।
4/4
photos