করোনায় মৃত্যু হল দোকানদারের, এশিয়ার সবচেয়ে বড় সবজি মাণ্ডি বন্ধ

Apr 24, 2020, 20:32 PM IST
1/5

আজাদপুর মাণ্ডি বন্ধ

আজাদপুর মাণ্ডি বন্ধ

এশিয়ার সব থেকে বড় সবজি ও ফলের হোলসেল মার্কেট দিল্লির আজাদপুর মণ্ডি। করোনার জেরে এবার সেখানে ৩০০ দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

2/5

আজাদপুর মাণ্ডি বন্ধ

আজাদপুর মাণ্ডি বন্ধ

একশো একর জায়গা জুড়ে অবস্থিত এই হোলসেল মার্কেট। এই বাজারে একজন দোকানদার করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তার পরই বাজার বন্ধ করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। 

3/5

আজাদপুর মাণ্ডি বন্ধ

আজাদপুর মাণ্ডি বন্ধ

আজাদপুর মাণ্ডিতে মোট ২৮০০ দোকান রয়েছে। ওই ব্যবসায়ীর মৃত্যুর পর বাজারের আরও ১৭ জনের করোনা টেস্ট হয়েছে। 

4/5

আজাদপুর মাণ্ডি বন্ধ

আজাদপুর মাণ্ডি বন্ধ

৫৭ বছর বয়সী ওই ব্যবসায়ী করোনা পজিটিভ হন সোমবার। দুদিনের মাথায় মারা যান তিনি। ওই ব্যবসায়ীর সংস্পর্শে কারা এসেছিলেন খোঁজ করা হচ্ছে। 

5/5

আজাদপুর মাণ্ডি বন্ধ

আজাদপুর মাণ্ডি বন্ধ

এশিয়ার সব থেকে বড় বাজার বন্ধ হলে সমস্যায় পড়বেন কৃষক থেকে শুরু করে বহু ব্যবসায়ী। কিন্তু সুরক্ষার খাতিরে প্রশাসনের সামনে আর কোনও রাস্তা খোলা নেই।