মরণোত্তর পদ্ম সম্মান পাচ্ছেন জেটলি, সুষমা, পর্রীকর ও ফার্নান্ডেজ
Jan 25, 2020, 22:18 PM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: মরণোত্তর পদ্ম সম্মান পাচ্ছেন দুই বিজেপি নেতানেত্রী। তালিকায় রয়েছেন বাজপেয়ী জমানার কেন্দ্রীয়মন্ত্রীও। মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন আর এক বিজেপি মন্ত্রী।
2/6
চলতি বছর মরোণত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন অরুণ জেটলি, সুষমা স্বরাজ ও সমাজবাদী নেতা জর্জ ফার্নান্ডেজ।
photos
TRENDING NOW
3/6
মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল পর্রীকর।
4/6
এর পাশাপাশি বক্সার মেরি কমও পাচ্ছেন পদ্মবিভূষণ।
5/6
বলিউড থেকে পদ্মশ্রী পাচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, প্রযোজক ও পরিচালক করণ জোহর ও প্রযোজক একতা কাপুর। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্ব নেওয়া আদনান সামিও পাচ্ছেন পদ্মশ্রী।
6/6
চলতিবছর পদ্ম সম্মান পাচ্ছেন ১৪১ জন। পদ্মবিভূষণ প্রাপকের সংখ্যা ৭। ১৬ জন পাচ্ছেন পদ্মভূষণ পুরস্কার। পদ্মশ্রীপ্রাপক ১১৮ জন।