Army Truck Accident: জম্মু-কাশ্মীরের বান্দিপুরে সেনা-ট্রাক পড়ল খাদে! মৃত ৪ জওয়ান...

Kashmir: দুর্ঘটনায় চার সেনা জওয়ানের মৃত্যু, আহত তিন। দুর্ঘটনা ঘটে বান্দিপোরা-শ্রীনগর রোডে। 

Jan 04, 2025, 16:33 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশ্মীরের বান্দিপোরায় ভয়াবহ দুর্ঘটনা। খাদে পড়ে গেল সেনার গাড়ি।

2/6

দুর্ঘটনায় চার সেনা জওয়ানের মৃত্যু, আহত তিন। দুর্ঘটনা ঘটে বান্দিপোরা-শ্রীনগর রোডে। 

3/6

জানা গিয়েছে, কুট পায়েন এলাকার কাছে একটি বাঁক নেওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। ফলে ট্রাকটি সোজা গিয়ে পড়ে খাদে।

4/6

দুর্ঘটনার পর সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।  

5/6

দুর্ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী ও পুলিস সদস্যরা উপস্থিত ছিলেন।

6/6

এই ঘটনা প্রথম নয়, এর আগে এই অঞ্চলে সেনাবাহিনীর বহু গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।