আপনার অজান্তেই উৎকণ্ঠা, উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে এই সব খাবার আর পানীয়গুলি

| May 08, 2019, 16:01 PM IST
1/5

কফি

কফি

আপনি কি প্রচুর কফি খান? দিনে ২-৩ কাপের বেশি কফি খেলে আমাদের উৎকণ্ঠা ক্রমশ বাড়তে থাকে যা ইনসমনিয়ার মতো সমস্যা বাড়িয়ে তোলে।

2/5

গ্লুটেন

গ্লুটেন

গ্লুটেন শরীরের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর খাবার নয়। হোয়াইট ব্রেড বা ময়দা বেশি খেলে প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের ওপরও। নিয়মিত ময়দা শরীরে পৌঁছলে অ্যাংজাইটি বাড়ে।

3/5

মদ্যপানের অভ্যাস

মদ্যপানের অভ্যাস

উৎকণ্ঠা কাটাতে অনেকেই মদ্যপানের দিকে ঝোঁকেন। কিন্তু এই অভ্যাসে আসলে হিতে বিপরীত ফল হয়। অতিরিক্ত মদ্যপানের অভ্যাস অ্যাংজাইটি বাড়িয়ে দেয়। তাই মদ্যপানের অভ্যাস নিয়ন্ত্রণে রাখুন।

4/5

দুধ বা দুগ্ধজাত খাবার

দুধ বা দুগ্ধজাত খাবার

যদি আপনার ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাহলে দুধ বা দুগ্ধজাত খাবার খেলে অ্যাংজাইটি বাড়বে। যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই ল্যাক্টোজ টেস্ট করান।

5/5

চিনি

চিনি

চিনির ওপর আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য অনেকটাই নির্ভরশীল। অতিরিক্ত মাত্রায় চিনি খেলে উৎকণ্ঠা, অবসাদ, এমনকী স্মৃতিশক্তি ক্ষীণ বা দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে।