ঘন ঘন পেটের সমস্যা ভোগাচ্ছে? কাজে লাগান কালো জিরের অব্যর্থ টোটকা
|
Jan 20, 2020, 13:53 PM IST
1/5
কালো জিরের ওষধিগুণ
কালো জিরের আয়রন ও ফসফেট শরীরে অক্সিজেনের ভারসাম্য রাখে। তাই শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে রেহাই পেতে পথ্য হিসেবে কালো জিরে অত্যন্ত কার্যকরী।
2/5
কালো জিরের ওষধিগুণ
কালো জিরের ফসফরাস রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। শরীরের যে কোনও জীবাণুর সংক্রমণ ঠেকাতে কালো জিরের ভূমিকা অসামান্য।
photos
TRENDING NOW
3/5
কালো জিরের ওষধিগুণ
কালো জিরে অ্যান্টি টক্সিনের কাজ করে। তাই প্রস্রাবকে নিয়মিত ও পরিষ্কার রাখতে সাহায্য করে এই কালো জিরে।
4/5
কালো জিরের ওষধিগুণ
অনেকেরই ঠান্ডা লেগে মাথা যন্ত্রণা বা মাথা ঝিমঝিম করতে থাকে। ঘরোয়া উপায়ে তা কাটাতে হলে একটা কাপড়ের পুঁটুলিতে কালো জিরে বেঁধে তা রোদে শুকোতে দিন। এর পর তা নাকের কাছে ধরলে বুকে, মাথায় জমে থাকা শ্লেষ্মা সহজেই বেরিয়ে যায়, মাথা ধরাও ছেড়ে যায়।
5/5
কালো জিরের ওষধিগুণ
পেটের সমস্যা থাকলে কালো জিরে রাখুন মেনুতে। ভাজা কালো জিরে গুঁড়ো করে আধ কাপ দুধে মিশিয়ে খেলে তা পেটের সমস্যাকে দূরে রাখে।