আধার নিয়ে আপনাদের এই পাঁচটি প্রশ্নের উত্তর জেনে নিন

Sep 26, 2018, 23:04 PM IST
1/5

আধারের বায়োমেট্রিক কি ব্যক্তির গতিবিধি নজরে রাখতে ব্যবহৃত হবে?

Aadhaar_1

আধার কর্তৃপক্ষ জানিয়েছে, কারও গতিবিধির উপরে নজরদারি চালানো হবে না। জাতি, ধর্ম, ব্যাঙ্ক ব্যালান্স, পরিবার, শেয়ার-মিউচুয়াল ফান্ড, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত কোনও তথ্য নেই। 

2/5

আধারের সঙ্গে প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্টও যুক্ত। ব্যাঙ্কের তথ্য কি আধার কর্তৃপক্ষের কাছে?

Aadhaar_2

মিউচুয়াল ফান্ড ও মোবাইল নম্বরের সঙ্গে আধার যুক্ত করার সময়ে খালি তথ্য যাচাই করা করে আধার কর্তৃপক্ষ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কোনও তথ্য পাঠানো হয় না। শুধু হ্যাঁ অথবা না-তে জবাব দেওয়া হয়।

3/5

কারও আধার নম্বর দিয়ে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক সম্ভব?

Aadhaar_3

এটা সম্পূর্ণ ভুল বলে দাবি করেছে আধার কর্তৃপক্ষ। তাদের দাবি, এটিএম কার্ড থাকলেই কেউ টাকা তুলতে পারে না, তেমনই কেবল আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জেনে হ্যাক করা সম্ভব নয়। 

4/5

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ কি আবশ্যক?

Aadhaar_4

আধার কর্তৃপক্ষের দাবি, ব্যাঙ্কের গ্রাহকদের পরিচয় নিশ্চিত করার জন্যই আধার ব্যবহার করা হয়। আধার ব্যবহার করলে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। অর্থ তছরূপ বা ভুয়ো নামেও অ্যাকাউন্ট খোলা সম্ভব নয়। 

5/5

আধার না থাকায় কি রেশন ও পেনশনের সুবিধা থেকে বঞ্চিত হবেন গরিবরা?

Aadhaar_5

না। ৭ নম্বর ধারায় স্পষ্ট বলা হয়েছে, আধার নম্বর না আসা অবধি রেশন, পেনশন ও অন্যান্য দরকারি সুবিধা থেকে কেউ বঞ্চিত হবেন না। আধার ছাড়া জরুরি পরিষেবা দিতে কেউ অস্বীকার করলে অভিযোগ জানাতে পারবেন।