৬.৬ মাত্রার ভূমিকম্পের পর ১৯৬ বার আফটারশক! মৃত ২৩, আহত ৮০০

Oct 31, 2020, 16:47 PM IST
1/5

৬.৬ রিখটার স্কেলের ভূমিকম্প। কেঁপে উঠল তুর্কির ইজমির। তবে সব থেকে অবাক করা ব্যাপার, ভূমিকম্পের বাইরে এখনো পর্যন্ত ১৯৬ বার আফটারশক অনুভূত হল সেখানে।

2/5

এখনও পর্যন্ত ২৫ জন এই ভয়ানক ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। ৮০০ জন গুরুতর আহত বলে জানা যাচ্ছে। সম্পত্তির ক্ষয়ক্ষতির মাত্রাও ব্যাপক।

3/5

ইজমির শহরের ১৭টি বিল্ডিং সম্পূর্ণ ধুলিস্যাত্ হয়ে গিয়েছে। সেফেরিহিসার থেকে ১৭ কিমি দূরে ভূমিকম্পের এপিসেন্টার বলে জানা যাচ্ছে।  

4/5

ইজমির শহরেই সব থেকে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ভূমিকম্পের ফলে মিনি সুনামি হয়েছে তুর্কির পশ্চিম উপকূলে। সমুদ্রের জল ফুলে-ফেঁপে নদীতে প্রবেশ করেছে। তাতে নদীনালাও উত্তাল হয়েছে বেশ কিছুক্ষণের জন্য।  

5/5

এদিকে গ্রিসেও বেশ কিছু জায়গায় রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। গ্রিক শহর কার্লোভাসি থেকে ১৪ কিমি দূরে এপিসেন্টার ছিল।