উচ্চ রক্তচাপ! চাপ কাটাতে চান? ...রসুন খান

| Feb 20, 2020, 20:05 PM IST
1/6

রসুনের স্বাস্থ্যগুণ

রসুনের স্বাস্থ্যগুণ

উচ্চ রক্তচাপ থেকে রেহাই পাওয়ার প্রথম ও প্রধান ধাপ অকারণ চিন্তা না করা সঙ্গে স্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করা। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে রসুন এই বিষয়টিকে অনেকটা সহজ করে দেয়।

2/6

রসুনের স্বাস্থ্যগুণ

রসুনের স্বাস্থ্যগুণ

রসুনে থাকা সালফার, রক্তনালিতে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এতে তাদের স্থিতিস্থাপকতা বেড়ে রক্তচাপ কমে।

3/6

রসুনের স্বাস্থ্যগুণ

রসুনের স্বাস্থ্যগুণ

অ্যানালস অব ফার্মাকো থেরাপির একটি সমীক্ষায় দেখা গিয়েছে, যাদের সিস্টোলিক রক্তচাপ বাড়ার প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে রসুন রক্তচাপ কমাতে সাহায্য করে।

4/6

রসুনের স্বাস্থ্যগুণ

রসুনের স্বাস্থ্যগুণ

রসুনে থাকে অ্যালিসিন রিঅ্যাকটিভ যৌগ যা, যারা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের শিকার, সেইসমস্ত রোগীরা সুফল পান। পাশাপাশি এই সমীক্ষায় আরও বলা হয়েছে যারা প্রতিদিন ৪৮০ থেকে ৯৬০ মিলিগ্রাম রসুন খান, তাদের রক্তচাপ অনেকটা নিয়ন্ত্রণে থাকে।

5/6

রসুনের স্বাস্থ্যগুণ

রসুনের স্বাস্থ্যগুণ

অ্যানালস অব ফার্মাকো থেরাপির সমীক্ষায় দেখা গেছে, যাদের সিস্টোলিক রক্তচাপ বাড়ার প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে রসুন রক্তচাপ কমাতে সাহায্য করে।

6/6

রসুনের স্বাস্থ্যগুণ

রসুনের স্বাস্থ্যগুণ

ইউরোপিয়ান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত, বিএমসি কার্ডিওভাস্কুলার ডিজঅর্ডারের ক্ষেত্রে রসুন উপকারী। তাই সুস্থ জীবন যাপন করতে চাইলে সুস্থ জীবন যাপন করতে চাইলে, স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি রসুনকে পাথেয় বানান।