Suicide Pod: বিতর্কিত 'সুইসাইড পড' ব্যবহার করে নিজের জীবন শেষ প্রৌঢ়ার, বিশ্বে প্রথম...

US woman the first person who used Suicide Pod: একটা সুইচ টিপলেই মৃত্যু ভিতরের মানুষের! এমনই বিতর্কিত এই 'পড'।

Sep 25, 2024, 14:44 PM IST
1/6

'সুইসাইড পড'

Suicide Pod

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'সুইসাইড পড' ব্যবহার করে আত্মহত্যা করলেন ৬৪ বছরের এক মার্কিন মহিলা। প্রথমবার এই বিতর্কিত 'সুইসাইড পড'-এর ব্যবহার হল সুইত্‍জারল্যান্ডে।

2/6

'সুইসাইড পড'

Suicide Pod

এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তা করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিস। চলতি সপ্তাহেই এই ঘটনাটি ঘটে।  

3/6

'সুইসাইড পড'

Suicide Pod

3D-প্রিন্টেড ওই পোর্টেবল 'সুইসাইড পড'-এর পোশাকি নাম 'সারকোফেগাস'। সংক্ষেপে যাকে বলা হয় 'সারকো'। 

4/6

'সুইসাইড পড'

Suicide Pod

পুলিস জানিয়েছে, সোমবার সুইত্‍জারল্যান্ড ও জার্মানির সীমান্তে মেরিশাওসেন এলাকায় একটি জঙ্গলের মধ্যে এই 'সুইসাইড পড' ব্যবহার করে আত্মঘাতী হন ওই মার্কিন মহিলা।

5/6

'সুইসাইড পড'

Suicide Pod

বিতর্কিত এই 'সুইসাইড পড'-এ একটা সুইচ টিপলেই মৃত্যু ঘটে এর ভিতরের মানুষের। এই ঘটনার পর বিতর্কিত 'সুইসাইড পড' নিয়ে একাধিক আইনি ও নৈতিক প্রশ্ন উঠেছে।

6/6

'সুইসাইড পড'

Suicide Pod

প্রসঙ্গত, সুইত্‍জারল্যান্ডে ইউথানেশিয়া বা 'স্বেচ্ছামৃত্যু' নিষিদ্ধ। তবে কারও 'সহায়তায়' মৃত্যু কয়েক দশক ধরেই আইনত সিদ্ধ। যদিও তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।   (বিঃদ্রঃ- আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। কথা বলুন। কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭)