মহাত্মা গান্ধীর জীবনের ৭টি অজানা ঘটনা জেনে নিন

Oct 02, 2018, 15:32 PM IST
1/8

জন্মদিনে গান্ধীকে স্মরণ

gandhi_8

আজ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করছে গোটা বিশ্ব। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন 'জাতির জনক'।  আপনাদের জন্য রইল তাঁর জীবনের সাতটি অজানা ঘটনা-

2/8

অজানা কাহিনী ১

gandhi_7

চারটি মহাদেশের ১৩টি দেশে নাগরিক অধিকার আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন মোহনদাস কর্মচন্দ গান্ধী। 

3/8

অজানা কাহিনী ২

gandhi_6

নোবেল পুরস্কারের জন্য ৫ বার মনোনীত হয়েছিলেন। তবে একবারও পাননি।   

4/8

অজানা কাহিনী ৩

gandhi_5

মহাত্মা গান্ধীর মৃত্যুর ২১ বছর তাঁর নামে ডাকটিকিট প্রকাশ করে ব্রিটেন। উল্লেখ্য, ব্রিটিশদের বিরুদ্ধেই লড়াই করেছিলেন গান্ধী। 

5/8

অজানা কাহিনী ৪

gandhi_4

গান্ধীর শেষকৃত্যে ৮ কিলোমিটার রাস্তায় জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ।

6/8

অজানা কাহিনী ৫

gandhi_3

টলস্টয়, আইনস্টাইন, হিটলার ও চার্লি চ্যাপলিনের মতো ব্যক্তিত্বদের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন মহাত্মা গান্ধী।   

7/8

অজানা কাহিনী ৬

gandhi_2

দেশের ৫৩টি সড়ক ও বিদেশে ৪৮টি সড়কের নামকরণ গান্ধীর নামে করা হয়েছে। 

8/8

অজানা কাহিনী ৭

gandhi_1

আইফোনের জন্মদাতা স্টিভ জোবস ছিলেন গান্ধীভক্ত। গান্ধীর মতো চশমা ব্যবহার করতেন জোবস।