এঁর রান্না খেয়েছেন স্বয়ং রানি এলিজাবেথ, নেলসন ম্যান্ডেলাও...

Oct 01, 2023, 11:07 AM IST
1/7

প্রথম শেফ

সঞ্জীব কাপুর, ভারতের সবথেকে বিখ্যাত শেফদের একজন। ইনি পৃথিবীর প্রথম শেফ, যাঁর 24×7 ফুড এবং লাইফস্টাইল চ্যানেল আছে।

2/7

নিউইয়র্ক-দুবাই

বিকাশ খান্না, ভারতীয় এই শেফ লেখক এবং ফিল্মমেকারও। ইতিমধ্যে  তিনি নিউইয়র্কে 'জুনুন' এবং দুবাইতে 'ইলোরা' রেস্টুরেন্ট  খুলেছেন।

3/7

ফুড এক্সপার্ট

রণবীর ব্রার, ভারতের এই বিখ্যাত শেফ বর্তমানে নোভোটেল মুম্বই, জুহু বিচের সিনিয়র অফিসিয়াল ফুড এক্সপার্ট।

4/7

ইনভিটেশন টু ইন্ডিয়ান কুকিং

মধুর জাফরি, ভারতীয়-আমেরিকান এই শেফ, ইতিমধ্যেই ১৫ টিরও বেশি রান্নার বই লিখে ফেলেছেন। তাঁর প্রথম রান্নার বই, ' অ্যান ইনভিটেশন টু ইন্ডিয়ান কুকিং'।

5/7

নামাক-সামাক

হরপল সিং সোখি, ১৯৬৬ সালে, খড়গপুরে জন্মানো এই শেফ, সাধারণ মানুষের মধ্যে বিখ্যাত হন তাঁর কুকিং শো -এর একটি গান 'নামাক-সামাক' -এর মাধ্যমে।

6/7

কুইন এলিজাবেথ

ভিকি রতনানি, কালিনারি প্রতিভার জন্য বিখ্যাত এই শেফ, কুইন এলিজাবেথ টু এবং নেলসন ম্যান্ডেলা -কেও নিজের ডিশ বানিয়ে খাইয়েছেন।

7/7

জায়েকা

পঙ্কজ ভাদোরিয়া, 'মাস্টার শেফ ইন্ডিয়া সিজন ওয়ান' -এর বিজেতা। 'শেফ পঙ্কজ কা জায়েকা' -র মতো শো এর মাধ্যমে তিনি বহু মানুষকে, বহু ইউনিক রেসিপি শিখিয়ে থাকেন।