৭৩৫ নট আউট! কিংবদন্তি লারার সঙ্গে সাক্ষাতে ওয়ার্নার

| Dec 04, 2019, 12:07 PM IST
1/5

পাকিস্তানের বিরুদ্ধে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে অপরাজিত ৩৩৫ রান করে নজির গড়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।  

2/5

অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ৩৩৪ রানের রেকর্ড ভেঙে অপরাজিত ৩৩৫ রান করেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক এখন ওয়ার্নার।

3/5

৩৩৫ রানে অপরাজিত থাকলেও ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার টেস্টে সর্বাধিক অপরাজিত ৪০০ রানের মাইলস্টোন টপকাতে পারেননি ওয়ার্নার।

4/5

অ্যাডিলেডে অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলার পর অস্ট্রেলিয়ান ওপেন গলফ টুর্নামেন্টে ব্রায়ান লারার সঙ্গে দেখা হয়ে গেল ডেভিড ওয়ার্নারের।  

5/5

লারার সঙ্গে ছবি পোস্ট করে ওয়ার্নার লেখেন ,"লেজেন্ডের সঙ্গে সাক্ষাত্ সবসময়ই আনন্দের। হয়তো একদিন আবার সুযোগ আসবে ৪০০ রানের ইনিংস খেলার। "