নিজস্ব প্রতিবেদন : গজলডোবা তিস্তা ব্যারাজে ধরা পড়ল রাক্ষুসে মাছ। মাছটি ওজনে ৮০ কেজি। মাছটি বাঘা আড়, বলছেন মত্স্যজীবীরা।
2/6
শুক্রবার দুপুরে গজলডোবা ব্যারাজের ১২ নম্বর গেট থেকে প্রায় ৬০০ মিটার দূরে জালে ধরা পরে মাছটি। স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুহিদাস দাসের জালে ধরা পরে বিশালাকার এই মাছটি।
photos
TRENDING NOW
3/6
মত্স্যজীবীরা জানিয়েছেন, রাক্ষুসে মাছটিকে কোনওমতেই ডাঙায় তুলতে পারা যাচ্ছিল না। তাই বিশালাকার মাছটিকে বেশ কিছুক্ষণ জলের মধ্যেই বেঁধে রাখা হয়।
4/6
এরপর মাছটি যখন দুর্বল হয়ে পড়ে,তখন সেটিকে টেনে ডাঙায় তোলা হয়। জালে ধরা পড়েছিল ৮টি আড় মাছ। তার মধ্যে ৭টির ওজন ১০ কেজি।
5/6
আর একটি বাঘা আড়, ওজন ৮০ কেজি। ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন পাইকারি মাছ ব্যবসায়ীরা।
6/6
এর আগে তিস্তায় ৪০ কিলো ওজনের বাঘা আড় ধরা পড়েছিল। তবে ৮০ কিলো? মনে করতে পারছেন না স্থানীয় জেলেরা।