৯৬ বছর বয়সে পরীক্ষায় বসে কাত্যায়নী আম্মা পেলেন ১০০-তে ৯৮

Oct 31, 2018, 19:57 PM IST
1/9

৯৬ বছর বয়সে কাত্যায়নীর ক্যারিশ্মা

Amma_1

কথায় আছে, শেখার বয়স নেই। উপযুক্ত প্রমাণ কেরলের কাত্যায়নী আম্মা। কেন?

2/9

৯৬ বছর বয়সে কাত্যায়নীর ক্যারিশ্মা

Amma_2

মাত্র ৯৬ বছর বয়স। এই বয়সে একটি পরীক্ষায় ১০০-তে পেলেন ৯৮। অবাক হচ্ছন! কিন্তু কোনওভাবেই অবাক হচ্ছেন না কাত্যায়নী আম্মা। পরীক্ষা হল থেকে তিনি বললেন, “প্রশ্ন ভীষণ সহজ এসেছে।”

3/9

৯৬ বছর বয়সে কাত্যায়নীর ক্যারিশ্মা

Amma_3

নিরক্ষর দূরীকরণ করতে ‘অক্ষরালক্ষ্যম’ নামে একটি অভিযান শুরু করেছে কেরল। যেখানে একটি পরীক্ষার আয়োজন করা হয়েছে। সব বয়সের মানুষ ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

4/9

৯৬ বছর বয়সে কাত্যায়নীর ক্যারিশ্মা

Amma_4

 তিনটি পর্বে পরীক্ষা হয়। লেখনী, পঠন এবং গণিত সমাধান। কাত্যায়নী আম্মা লেখনীতে ৪৯-এ ৩৮ পেয়েছেন। গণিত এবং পঠনে পুরো নম্বর ঝুলিতে পুরেছেন তিনি।

5/9

৯৬ বছর বয়সে কাত্যায়নীর ক্যারিশ্মা

Amma_5

এই বয়সে কী ভাবে অনুপ্রেরণা পেলেন কাত্যায়নী আম্মা?

6/9

৯৬ বছর বয়সে কাত্যায়নীর ক্যারিশ্মা

Amma_6

তিনি বলেন, কোনও কারণ ছাড়াই পড়তাম। কিন্তু এখানে প্রশ্ন ভীষণ সহজ এসেছে। 

7/9

৯৬ বছর বয়সে কাত্যায়নীর ক্যারিশ্মা

Amma_7

কিন্তু এই বয়সে পড়াশুনা? ছোটো বয়সেই অভাবের তাড়নায় স্কুলছুট হয়েছিলেন। স্বামী মারা যাওয়ার পর পরিচারিকার কাজ করতে হয়েছে তাঁকে। ৬ ছেলে-মেয়েকে মানুষ করেছেন ঝাড়ুদার হিসাবে কাজে করে।

8/9

৯৬ বছর বয়সে কাত্যায়নীর ক্যারিশ্মা

Amma_8

 কিন্তু অনুপ্রেরণা পেয়েছেন নিজের মেয়েকে দেখে। তাঁর মেয়ে ৬০ বছর বয়সে মাধ্যমিক পাশ করেছেন। 

9/9

৯৬ বছর বয়সে কাত্যায়নীর ক্যারিশ্মা

Amma_9

কাত্যায়নী আম্মা ঠিক করেছেন ১০০ বছর বয়সে মাধ্যমিক দেবেন। চলতি বছরে প্রজাতন্ত্র দিবসে ‘অক্ষরালক্ষ্যম’ অভিযান চালু করে কেরল সরকার।