২০১১-কে যথাযথ সম্মান দেননি রাজ্য সরকার। বেঁচে থাকতে মর্যাদা পেলেন না, মরদেহ নিয়ে রাজনীতি হল। সৌমিত্রর বাড়ি গিয়ে রাজ্য সরকারকে তোপ অধীরের।
2/5
সৌমিত্রর মরদেহ নিয়ে অনেক নাটক- রাজনীতি করা হয়েছে বলেও তোপ অধীরের। পাশাপাশি এদিন তিনি আরও বলেন, ছোটখাট শিল্পীদের সম্মান দেওয়া হলেও ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো একজন বড় মাপের শিল্পীকে কখনও এই সরকার কোনও সম্মান দেওয়া হয়নি।
photos
TRENDING NOW
3/5
সৌমিত্রকে বঞ্চিত করা হয়েছে। কাজেই এবার SRFTI-তে একটা চেয়ার সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে করা হোক। বললেন অধীর রঞ্জন চোধুরী।
4/5
এই প্রসঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বোসের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী সমস্ত রকমভাবে আমাদের সাহায্যও করেছেন, পাশে থাকার অশ্বাস দিয়েছেন। এসব নিয়ে কোনও মন্তব্য করতেই চাই না।"
5/5
বুধবার সকালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি যান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চোধুরী। সেখানেই এই মন্তব্য করেন তিনি। বুধবার বাড়িতে তাঁকে আপ্যায়ন জানান সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বোস। তাঁদের কথাও হয় বেশ খানিকক্ষণ।