কাউন্সিলরদের বোর্ড মিটিং চলাকালীন সল্টলেকে পৌরনিগমে বিধ্বংসী আগুন

Sep 25, 2020, 18:27 PM IST
1/7

শুক্রবার বিধাননগর পৌর নিগমের চার তলায় আগুন লাগে। ইঞ্জিনিয়ারদের দফতরে আগুন লাগে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের তিনটে ইঞ্জিন পৌঁছয়।

2/7

আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বোস যান। যুদ্ধকালীন তৎপরতায় ফাঁকা করে দেওয়া হয় গোটা বিল্ডিং।   

3/7

মেয়র ডেপুটি মেয়র-সহ কাউন্সিলর ও কর্মীদের নামিয়ে আনা হয় সঙ্গে সঙ্গেই। ফাঁকা করে দেওয়া হয় পৌর ভবন।  

4/7

পৌরসভা সূত্রের খবর, এ দিন আনুমানিক ৪টে নাগাদ বাইরে থেকে দেখা যায় চারতলা থেকে ধোঁয়া বেরোচ্ছে।   

5/7

এরপর খবর দেওয়া হয় পৌরভবনে। খবর পেয়ে তড়িঘড়ি সবাই বেরিয়ে সময় কাউন্সিলরদের নিয়ে পাঁচ তলায় বোর্ড মিটিং চলছিল।   

6/7

খবর দেওয়া হয় দমকলে দমকলের তিনটে ইঞ্জিন ঘটনাস্থলে এসে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।   

7/7

দমকলের প্রাথমিক অনুমান এসি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।