সেই কোন অতীত থেকে 'চন্দ্রাহত' মানবজাতি বারে বারে ছুটেছে চাঁদের দিকে

| Apr 11, 2021, 18:11 PM IST
1/8

লুনা ১। সোভিয়েতের প্রচেষ্টা। সময়টা ১৯৫৯ সালের জানুয়ারি। পৃথিবীর মাধ্যাকর্ষণ পেরিয়ে প্রথম কোনও মহাকাশযান পাড়ি দেয় মহাকাশে। এবং চাঁদের ৪০০০ মাইলের মধ্যে পৌঁছে যায়।  

2/8

১৯৬৯ সালের ২০ জুলাই অবশ্য ইতিহাস তৈরি হল। Neil Armstrong এবং Edwin 'Buzz' Aldrin চাঁদের মাটি ছুঁল। 

3/8

Armstrong চাঁদের মাটিতে নিজের জুতোর দাগ রেখে সেই ঐতিহাসিক কথাটা বলেছিলেন--  এটা  'one small step for a man, one giant leap for mankind'।

4/8

নাসার অ্য়াপোলো প্রোগ্রামের মাধ্যমে ছ'বার চন্দ্রাভিযান হয়েছে। ১৯৬৯ সালে  ছিল এর প্রথম অভিযান। আর্মস্ট্রং এবং এডুইন ছাড়াও ওই অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন চার্লস কনরাড। 

5/8

যুক্ত ছিলেন অ্যালান বিন, এডগার মিচেল, ডেভিড স্কট, জেমস আরউইন, জন ইয়ুং প্রমুখ।     

6/8

চাঁদ নিয়ে মানুষের কৌতূহল উত্তরোত্তর বৃদ্ধিই পেয়েছে। নতুন তথ্য আরও অজনা নতুন তথ্যের সন্ধানে মানুষকে ঠেলে দিয়েছে। চন্দ্রাভিযানের তাই নানা প্রস্তুতি মানুষ নিয়েছে।   

7/8

সম্প্রতি নাসা এক ব্যতিক্রমী পরিকল্পনা করেছে। অচিরেই তারা চাঁদে নিয়ে যাবে প্রথম কোনও কৃষ্ণাঙ্গ মানুষকে; নিয়ে যাবে প্রথম কোনও মহিলাকেও। 

8/8

 NASA-র Apollo project-এর অন্তর্গত Artemis program-য়ের অংশ হিসাবে এই কাজ করা হবে। ২০২৪ সাল নাগাদ এই বিরল কাজটি সম্পন্ন করা যাবে বলে মনে করা হচ্ছে।