আশ্চর্য, এখনও মানুষের পা পড়েনি পৃথিবীর এই সব জায়গায়! কোন দুর্গম-রহস্য লুকিয়ে?

Few Places Where Man Not Reached: কিছুদিন পরে মানুষ হয়তো চাঁদেও চলে যাবে, কিন্তু এই অঞ্চলগুলিতে যেতে পারবে?

| Aug 24, 2023, 18:17 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন পরে মানুষ হয়তো চাঁদেও চলে যাবে, কিন্তু এই অঞ্চলগুলিতে যেতে পারবে কি কখনও? আশ্চর্য, এখনও মানুষের পা পড়েনি পৃথিবীর এই সব জায়গায়! কেন? কোন দুর্গম-রহস্য লুকিয়ে?

1/6

এখনও অজেয়

ভুটানের উচ্চতম পর্বত। এখনও পর্যন্ত অজেয়। ২৪, ৮৩৬ ফুট উচ্চতা। এত দুর্গম অঞ্চলে চলে যাচ্ছে মানুষ, কিন্তু একটা পর্বতশৃঙ্গ কেন জয় করতে পারেনি? 

2/6

আন্দামান নিকোবর

আন্দামান নিকোবরের নর্থ সেন্টিনেল আইল্যান্ড। বঙ্গোপসাগরের তীরে আন্দামানের এই এলাকা আদিম অধিবাসীদের একেবারে নিজস্ব জায়গা। এখানে যেতে পারে না আধুনিক মানুষ। 

3/6

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার স্টার মাউন্টেন। পাপুয়া নিউ গিনির এই অঞ্চলের বহু অংশে মানুষ পৌঁছয়নি।

4/6

নামিবিয়া

দীর্ঘ পরিত্যক্ত মরু। নির্মম নির্জন নিষ্করুণ। জনশূন্য এই এলাকা মানুষের বসবাসের অযোগ্য। আজও এর বহু অংশে মানুষের পায়ের ছাপ পড়েনি। 

5/6

প্রশান্ত মহাসাগর

প্রশান্ত মহাসাগরের মেরিয়ানা ট্রেঞ্চ! কে যাবে এই জলের নীচে অতল দুর্গমে? 

6/6

রাশিয়া

রাশিয়ার কামচাটকা আজও অগম্য বিশ্বের কাছে। অন্যতম দুর্গম স্থান।