Bengali Web Series: মৃত্যুর পরেও জীবনের উপলব্ধি! নতুন ঘরানায় হরর-কমেডি সিরিজ...

 Bengali Web Series: হইচই প্ল্যাটফর্মে আসছে প্রথম হরর-কমেডি সিরিজ ভূত্তেরিকি। যেখানে তিন ভূতনি মহিলার অজানা গল্প নিয়ে হাজির কৌশিক হাফিজি, রোমাঞ্চর সঙ্গে কমেডি বন্দী করা হয়েছে।

| Nov 14, 2024, 20:31 PM IST
1/5

হইচই প্ল্যাটফর্মে আসছে প্রথম হরর-কমেডি সিরিজ ভূতেরিকি, যেখানে কলকাতার এক ঐতিহাসিক প্রাসাদে তিন ভূতনি মহিলার অজানা গল্পকথা ক্যামেরায় বন্দী করতে এক দল ফিল্ম ক্রিউ পৌঁছায়।  

2/5

ভিন্ন ভিন্ন যুগের এই মহিলারা, তাদের প্রেম, বেদনা এবং হাসির গল্প ভাগাভাগি করতে শুরু করেন সেখানে। তাদের সঙ্গে সময় কাটিয়ে, ফিল্ম ক্রিউ বুঝতে পারে, মৃত্যুর পরেও জীবন যে কতটা রঙিন ও আশ্চর্যজনক হতে পারে এবং তাদের থেকে জীবনের প্রকৃত অর্থ নতুনভাবে উপলব্ধি করতে শেখে তারা।  

3/5

এই সিরিজের গল্প আবেগ ও হাসির এক সংমিশ্রণ। নতুন ধরনের এই গল্প এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করে আলাদা জায়গা করে নেবে দর্শকদের মনে।  

4/5

পরিচালনায় রয়েছেন কৌশিক হাফিজি সঙ্গে গল্প, স্ক্রিনপ্লে ও সংলাপেও রয়েছে পরিচালকের ছোঁয়া, ক্রিয়েটিভ ডিরেক্টর হলেন অনির্বাণ ভট্টাচার্য। এই সিরিজের প্রথম দিনের শুটিং শুরু হয়েছে ১৪ নভেম্বর, ঢানকুরিয়াতে।  

5/5

চরিত্রে অভিনয় করছেন দীপান্বিতা সরকার, ঐশ্বর্য সেন, এভেরি সিংহ রায়, সৌনক কুণ্ডু এবং দেবরাজ ভট্টাচার্য।