Kolkata House: বিপজ্জনক নোটিশ ঝুলেছে আগেই, এবার মধ্যরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

Jun 07, 2023, 09:13 AM IST
1/5

বিপজ্জনক বাড়ি

বিপজ্জনক বাড়ি

অয়ন ঘোষাল: পুরসভা বিপজ্জনক নোটিশ দিয়েছে আগেই। উত্তর কলকাতার গিরিশ পার্কের ৮ নম্বর বলরাম দে স্ট্রিটের সেই তিনতলা বাড়ি মধ্যরাতে ভেঙে পড়ল হুড়মুড়িয়ে।

2/5

বিকট শব্দে ভেঙে পড়ল বাড়ি

বিকট শব্দে ভেঙে পড়ল বাড়ি

বিকট আওয়াজ। তারপর চারিদিকে ধুলো। ঘুম ভেঙে বাসিন্দারা দেখলেন, প্রায় দেড়শো বছরের পুরনো বাড়ি একেবারে ছাদ থেকে নিচ পর্যন্ত একদিক দিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করেছে। পুলিস, দমকল ও পুরসভার যুগ্ম তৎপরতায় ভিতরে থাকা ২ এবং বাইরে নিচের দুটি দোকানে শুয়ে থাকা আরও ৪, মোট ৬ জনকে নিরাপদে বের করে আনে। 

3/5

শরিকি বিবাদে দির্ণ এই বাড়ি

শরিকি বিবাদে দির্ণ এই বাড়ি

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শরিকি বিবাদে দির্ণ এই বাড়ি দীর্ঘ অযত্নে একরকম পড়েই ছিল। বছরের পর বছর কোনও রক্ষনাবেক্ষন না হওয়ায় বাড়ির গা দিয়ে একেবারে ছাদ পর্যন্ত উঠে গিয়েছিল বট-অশ্বত্থ ঝুড়ি।

4/5

ব্যবস্থা নেয় পুরসভা

ব্যবস্থা নেয় পুরসভা

পাশের লাগোয়া বাড়ির বাসিন্দারা বিষয়টি পুরসভাকে জানায়। পুরসভা মঙ্গলবার বেলা ২ টো নাগাদ মেকানিকাল করাত দিয়ে সেই সব গাছের অনেকাংশ কেটে পরিস্কার করে।

5/5

ভারসাম্য নষ্ট

ভারসাম্য নষ্ট

এতে কোনওভাবে দেওয়ালের ভারসাম্য নষ্ট হওয়ায় প্রথমে চিলেকোঠার দেওয়াল ভেঙে ছাদে পড়ে। দুর্বল ছাদ সেই চাপ সহ্য করতে না পেরে বাকি অংশ সমেত ভেঙে নিচে পড়ে যায়।