পুলিসের চোখে ধুলো দিতে নতুন পদ্ধতিতে বিপুল সংখ্যক কচ্ছপ পাচার, ধরা পড়ল হাতেনাতে

Dec 09, 2020, 15:02 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: পূর্বে দেখা গিয়েছে মাছের গাড়িতে কচ্ছপ পাচার হতে, কিন্তু এবার এক নতুন পাচারের পদ্ধতি সামনে এলো। পেঁয়াজের গাড়িতে করে বিপুল পরিমাণ কচ্ছপ পাচার হচ্ছিল। খবর পেয়ে পাচারের আগেই আটক করা হয় গাড়ি। উদ্ধার হয় শয়ে শয়ে  কচ্ছপ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি পেঁয়াজ ভর্তি গাড়ি। যার মধ্যেই ছিল বিপুল সংখ্যক ছোট বড় কচ্ছপ ছিল বলে জানা গিয়েছে। 

2/7

পেঁয়াজের আড়ালেই পাচার হচ্ছিল কচ্ছপ। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও উত্তর ২৪ পরগনা বনবিভাগের এর যৌথ অভিযানে কচ্ছপগুলিকে উদ্ধার করা সম্ভব হয়। বারাসাত থেকে আটক করা হয় গাড়িটি। ইউপি থেকে বনগাঁ এলাকায় আনা হচ্ছিল বিপুল পরিমাণের কচ্ছপ। 

3/7

সেখান থেকে বাংলাদেশ পাচার করে দেওয়ার ছক কষা হয়েছিল। এই পাচার চক্রের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ছয় পাচারকারিকে।এরা প্রত্যেকে উত্তরপ্রদেশের বাসিন্দা।

4/7

মূলত, পুলিসের চোখে ফাঁকি দিতে এই নতুন পদ্ধতি বেঁচে নিয়েছিল পাচারকারিরা। গাড়ির ওপরে পেঁয়াজ, তার মাঝে বস্তা বন্দি কচ্ছপ।তাঁর নিচে একটি খাট। সেই খাটের নিচে একাধিক বস্তা বন্দি কচ্ছপ পাওয়া গিয়েছে বলে খবর।

5/7

সেখানে ছোট থেকে শুরু করে প্রায় দশ বারো কিলো ওজনের কচ্ছপ।  

6/7

এদের সবাইকে বারাসাত রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে।

7/7